scorecardresearch
 
Advertisement

Mamata Banerjee in Rampurhat : বগটুইয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা-চাকরি, ঘোষণা মমতার

Aajtak Bangla | বীরভূম | 24 Mar 2022, 3:17 PM IST

Birbhum Violence: বীরভূমে বগটুই গ্রামে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে মমতা জানান, ভয়ঙ্কর নৃশংস ঘটনা।

মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়

হাইলাইটস্

  • আজ রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়
  • গতকালই যাওয়ার কথা করেছিলেন ঘোষণা
  • রামপুরহাটে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৮ জনের
  • এখনও পর্যন্ত গ্রেফতার বেশকয়েকজন

Birbhum Violence: বীরভূমে বগটুই গ্রামে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে মমতা জানান, ভয়ঙ্কর নৃশংস ঘটনা। 

3:17 PM (2 বছর আগে)

বগটুই গ্রামে অধীর

Posted by :- suvam

রামপুরহাটে বগটুই গ্রামে পৌঁছালেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। বুধবারই তিনি এ নিয়ে রাজ্য সরকারকে তোপ দেগে ৩৫৫ ধারা কার্যকর করার দাবি জানিয়েছিলেন। এদিন ক্ষতিগ্রস্থ বাড়িগুলি ঘুরে দেখেন তিনি। সেখান থেকে সাংবাদিকদের মুখে রাজ্য সরকারকে তোপ দেগে বলেন, বেশ কিছু দেহ গায়েব করা হয়েছে।

2:07 PM (2 বছর আগে)

আহতদের দেখলেন মমতা

Posted by :- pritam

চেষ্টা করছেন চিকিৎসকরা। একটা কেসে ৬০ শতাংশ পুড়ে গিয়েছে। একজনের নিচের অংশ পুড়ে গিয়েছে। একটি বাচ্ছাকে ছেড়ে দেওয়া হয়েছে। মোট ৫ জন আহত। যাঁরা ৬০ শতাংশ পুড়েছে তাঁকে ১ লক্ষ টাকা দিয়ে গেলাম। যাঁরা অল্প আহত তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। জানালেন মুখ্যমন্ত্রী। 

2:04 PM (2 বছর আগে)

হাসপাতালে মুখ্যমন্ত্রী

Posted by :- pritam

আহতদের দেখতে হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ঘটনায় আহত বেশকয়েকজন ভর্তি রয়েছেন। 

1:51 PM (2 বছর আগে)

হাসপাতালে যাচ্ছেন মমতা

Posted by :- pritam

আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালের উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতাকর্মীরা। উঠছে 'গো ব্যাক' স্লোগান।

Advertisement
1:39 PM (2 বছর আগে)

চেক বিতরণ

Posted by :- pritam

ক্ষতিপূরণের চেক বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা অল্প আহত তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। পাড়ার লোকেদের ফিরিয়ে আনতে হয়ে গিয়েছ। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

1:36 PM (2 বছর আগে)

এর পেছনে বড় ঘটনা আছে

Posted by :- pritam

একজনকে খুন করল, তারপর বাড়িতে আগুন লাগাল। গোটা ঘটনা পুলিশ দেখবে। আমি এর মধ্যে হস্তক্ষেপ করবো না। স্থানীয় লোক করেছে নাকি বাইরে থেকে এসেছে, তা দেখতে হবে। পুলিশকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

বগটুই গ্রামে মুখ্যমন্ত্রী
বগটুই গ্রামে মুখ্যমন্ত্রী
1:33 PM (2 বছর আগে)

ক্ষতিপূরণ ঘোষণা

Posted by :- pritam

আপাতত, বাড়ি ঠিক করতে ১ লক্ষ করতে দেওয়া হবে। দরকারে আরও ১ লক্ষ দেওয়া হবে। আরও ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। আর ১০টি পরিবারকে ১টি করে চাকরি দিতে হবে। সমস্ত বাংলায় তল্লাশি চালাও। যেখানে বোমা, যন্ত্রপাতি আছে তা উদ্ধার করতে হবে। প্রথম ১ বছর ১০ হাজার টাকা করে পাবে। তারপর স্থায়ী হয়ে যাবে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

1:31 PM (2 বছর আগে)

বড় চক্রান্ত আছে

Posted by :- pritam

এখানে বড় চক্রান্ত আছে। পুলিশ পিকেটিং রাখতে হবে। আহতদের চিকিৎসা করতে হবে। যাদের ঘরবাড়ি পুড়ে গেছে, তাদের দ্রুত ১ লক্ষ টাকা করে দিতে হবে। যাতে বাড়ি ঘর সাড়াতে পারে। জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

1:29 PM (2 বছর আগে)

আনারুলকে গ্রেফতার করা হবে

Posted by :- pritam

আনালরু ব্লক প্রেসিডেন্ট। সে খবর পেয়েও পুলিশ পাঠায়নি। তাকে গ্রেফতার করা হবে। এসডিপিও দায়িত্ব পালন করেনি। আইসি দায়িত্ব পালন করেনি। ডিআইবি দায়িত্ব পালন করেনি। যারা জেনেশুনেও দায়িত্ব পালন করেনি, তাদের কঠোর শাস্তি চাই। তেমনভাবেই সাজাতে হবে কেস। কোনও কথা শুনতে চাই না। আমি ঘটনার নিন্দা করছি। যেখানে পালিয়ে যাক ধরে আনতে হবে। নির্দেশ মুখ্যমন্ত্রীর। 

Advertisement
1:27 PM (2 বছর আগে)

ভয়াবহ ঘটনা

Posted by :- pritam

ভয়াবহ ঘটনা। এটা দুঃখ ব্যথার ঘটনা। আমি শোনার পরেই ববিকে বলি ইমিডিয়েট যা। কেষ্টকেও বলি। আমি ভাবতে পারি না এমন ঘটনা। ভাদু খুন হয়েছ। তারপর আরও ১০টি বাড়িতে আগুন ধরেছে। পরিবারগুলির সঙ্গে দেখা করার পর বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

1:18 PM (2 বছর আগে)

বগটুইতে মমতা বন্দ্যোপাধ্যায়

Posted by :- pritam

রামপুরহাটের বগটুই গ্রামে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলছেন গ্রামবাসীদের সঙ্গে। দুই পরিবারের সঙ্গেও তিনি আলাদা করে কথা বলবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীকে দেখেই কান্নায় ভেঙে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা। একজন অসুস্থ হয়ে পড়েছেন বলেও খবর। 

1:12 PM (2 বছর আগে)

অমিত শাহর কাছে তৃণমূলের প্রতিনিধি দল

Posted by :- pritam

বীরভূমকাণ্ডের আঁচ ইতিমধ্যেই পৌঁছেছ দিল্লিতে। এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে তাঁর অফিসে পৌঁছাল তৃণমূলের প্রতিনিধি দল। 

1:03 PM (2 বছর আগে)

বীরভূম পৌছলেন মমতা

Posted by :- pritam

হেলিকপ্টারে বীরভূম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই বগটুই গ্রামে যাওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী। 

12:49 PM (2 বছর আগে)

গ্রামে ফিরলেন ভাদু শেখের পরিবার

Posted by :- pritam

গ্রামে ফিরলেন ভাদু শেখের পরিবার। বিচারের দাবি জানিয়েছেন তিন। অন্যদিকে প্রথম গ্রামে পৌঁছল সিট। রয়েছেন জ্ঞানবন্ত সিং। (প্রতিনিধি-সূর্যাগ্নি রায়)

গ্রামে পৌঁছাল সিট
গ্রামে পৌঁছাল সিট
Advertisement
12:14 PM (2 বছর আগে)

রামপুরহাট যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় দল

Posted by :- pritam

রামপুরহাটকাণ্ডে ৫ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং দল গড়েছে বিজেপি। এদিন সেই দলের সদস্যরাও যাচ্ছেন রামপুরহাটে। দলে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

12:11 PM (2 বছর আগে)

বিধানসভায় বিক্ষোভ বিজেপির

Posted by :- pritam

রামপুরহাটকাণ্ডে বিধানসভার ভিতরে বিক্ষোভ বিজেপির। পরে ওয়াক আউট করে বিধানসভার বাইরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছে গেরুয়া শিবির।  

12:06 PM (2 বছর আগে)

অধীর চৌধুরীকে বাধা

Posted by :- pritam

রামপুরহাট যাওয়ার পথে অধীর চৌধুরীকে পুলিশের বাধা। যার জেরে মাঝপথেই বসে অবস্থান শুরু অধীরের। কংগ্রেস নেতার দাবি, রাজ্য সরকারকে সমস্ত রুট জানানো হয়েছিল। তারপরেও আটকানো হয়েছে তাঁকে। (প্রতিনিধি-ভাস্কর মুখোপাধ্যায়)

অবস্থান অধীর চৌধুরীর
অবস্থান অধীর চৌধুরীর
12:04 PM (2 বছর আগে)

হেলিকপ্টারে রামপুরহাট যাচ্ছেন মমতা

Posted by :- pritam

ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে রামপুরহাট পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে ১২টা নাগাদ রামপুরহাট পৌঁছনোর কথা তাঁরা। প্রথমেই যাবেন সার্কিট হাউজে। 

11:50 AM (2 বছর আগে)

রামপুরহাট যাচ্ছে বিরোধীরা

Posted by :- pritam

মুখ্যমন্ত্রীর পাশাপাশি বীরভূমের রামপুরহাটে যাচ্ছে বিরোধীরাও। রামপুরহাটে যাচ্ছে বিজেপি। যাওয়ার কথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীরও।

Advertisement
11:46 AM (2 বছর আগে)

চক্রান্তের অভিযোগ

Posted by :- pritam

রামপুরহাটের ঘটনাকে ইতিমধ্যেই দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, সরকারটা আমাদের। আমরা কি চাইবো কখনও কেউ খুন হোক? সরকারকে ব্যতিব্যস্ত করার জন্য এই চক্রান্তগুলি করা হয়।'