লোকসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে নয়া চমক। ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে মমতা বললেন, 'আজ থেকে সব সম্পর্ক ছিন্ন করলাম। আর কেউ ওঁকে আমার ভাই হিসাবে পরিচয় দেবেন না। আজ থেকে সব সম্পর্ক ছেদ।' লোকসভা ভোটের মুখে মমতার ছোট ভাই বাবুন ক্ষোভপ্রকাশ করেছেন। হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সরব হয়েছেন বাবুন। হাওড়ায় নির্দল হিসাবে ভোটে লড়াইয়ের বার্তাও দিয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতে রয়েছেন মমতার ভাই। যা নিয়ে তাঁর বিজেপিতে যোগদান নিয়েও জল্পনা ছড়িয়েছে। এই আবহে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বললেন মুখ্যমন্ত্রী।
বাবুন প্রসঙ্গে কী বলেছেন মমতা?
মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমার পরিবার মা-মাটি-মানুষের পরিবার। রক্তের সম্পর্ক বললে আমাদের পরিবারে ৩২ জন সদস্য রয়েছেন। বড় হলে অনেকের লোভ বেড়ে যায়। পরিবারকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আজ থেকে আমার পরিবারের সঙ্গে সব সম্পর্ক ছেদ। ওঁর (বাবুন) সঙ্গে কোনও সম্পর্ক নেই। ওঁর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। আজ থেকে কেউ ওঁকে আমার ভাই হিসাবে কোনও পরিচয় দেবেন না।' এতেই থামেননি মুখ্যমন্ত্রী। বাবুনের নাম পর্যন্ত উচ্চারণ করেননি। তিনি আরও বলেন, 'যে ভদ্রলোকের নাম বলছেন, তাঁর অনেক কাজ অনেক দিন ধরেই পছন্দ করছিলাম না। এত লোভী লোকেদের পছন্দ করি না। নিজের ছোটবেলা ভুলে গিয়েছে। অন্যায় সহ্য করি না আমি। সবটা তো আর বাইরে বলা যায় না। আমি পরিবারতন্ত্র করি না। মানুষতন্ত্র করি। অনেক ভোটে অনেক অশান্তি করেছে।'
এরপরেই হাওড়ার প্রার্থী প্রসঙ্গে মমতা বলেন, 'দল যাঁকে প্রার্থী করেছে, তিনিই প্রার্থী। প্রসূন বন্দ্যোপাধ্যায় অর্জুন পুরস্কারপ্রাপক।' বাবুনের নির্দল হয়ে ভোটে লড়াই প্রসঙ্গে মমতার মন্তব্য, ' যে যেকোনও জায়গায় যেতে পারে।'
বুধবার সংবাদমাধ্যমে প্রসূনের বিরুদ্ধে সরব হন বাবুন। বলেন, 'মোহনবাগান AGM-এর সময়ে উনি আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছিলেন তা ভুলিনি। MPLAD-এর পুরো টাকা শেষ করতে পারে না। ঘরে বসে কাজ হয় না। নির্দল হলেও আমি হাওড়ায় দাঁড়াতে পারি।' মমতা প্রসঙ্গে বাবুন বলেছেন, 'দিদিমণির সঙ্গে ডাইরেক্ট কথা বলব। দিদি আমার কাছে ভগবান। দিদির সঙ্গে কোনও মতভেদ নেই। দিদির কাছ থেকে আমি আশীর্বাদ চাইব। তবুও আমি নির্দল হয়ে দাঁড়াব।'
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই হাওড়ার প্রার্থী হতে চান বাবুন। প্রকাশ্যে যদিও সেভাবে তিনি কিছু বলতেন না। বাবুন বন্দ্যোপাধ্যায় IOA-এর(ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের) কর্তা। সেই সঙ্গে মোহনবাগানের ফুটবল সচিব। অনেকদিন ধরেই প্রসুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাবুনের ঠান্ডা লড়াই চলছিল বলেও শোনা গিয়েছে। এই প্রেক্ষাপটে এবার নিজের ভাইকে ত্যাজ্য করলেন মমতা।
ফের সিএএ প্রসঙ্গে সরব মমতা
অন্য দিকে, বুধবার ফের সিএএ প্রসঙ্গে সরব হয়েছেন মমতা। বুধবার মুখ্যমন্ত্রী বলেছেন, 'সিএএ-র সঙ্গে এনআরসির যোগ রয়েছে। আমরা মানব না। মানুষকে হেনস্থা করা লক্ষ্য নয়। মানবিক করা উদ্দেশ্য। সবাইকে নিয়ে বাঁচতে চাই। বর্ণবৈষম্যের সিএএ মানি না। বাংলায় কী করেছে, ভারতে কী করেছে, মুসলিম সমাজকে বাদ দিয়েছে। কোনও স্বচ্ছতা নেই। কাউকে অধিকার দিলে খুশি হই। যে পদ্ধতিতে সারা পৃথিবী করে, সেটা করুন,তা নয়।' বিজেপিকে আক্রমণ করে মমতা এদিন আরও বলেছেন, 'এটা বিজেপির রাজনৈতিক ছক্কা। ধাপ্পা। ভোটের জন্য করেছে এটা।'