Mamata Banerjee: 'সাহস থাকলে বেনারসে বিজেপিকে হারান, এত অহংকার কেন...', কংগ্রেসকে কড়া আক্রমণ মমতার

কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে, 'কংগ্রেসের এত অহংকার কেন আমি বুঝতে পারছি না।' 

Advertisement
'সাহস থাকলে বেনারসে বিজেপিকে হারান, এত অহংকার কেন...', কংগ্রেসকে কড়া আক্রমণ মমতাররেড রোডে বক্তব্য পেশ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।
হাইলাইটস
  • কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • তিনি বলেছেন যে, 'কংগ্রেসের এত অহংকার কেন আমি বুঝতে পারছি না।

কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে, 'কংগ্রেসের এত অহংকার কেন আমি বুঝতে পারছি না।'  মুর্শিদাবাদে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মমতা বলেন, 'কংগ্রেস ৩০০টির মধ্যে ৪০টি আসনও জিততে পারবে কিনা তা আমি মনে করি না। কংগ্রেস দল আগে যেখানে জিতত, এখন সেখানেও হারছে। কংগ্রেসের সাহস থাকলে বেনারসে বিজেপিকে হারিয়ে দেখাতে হবে।'

শুক্রবার ধর্না মঞ্চে মমতা বলেন, ‘আমি কংগ্রেসকে প্রস্তাব দিয়েছিলাম, তোমরা সারা দেশে ৩০০টি আসনে লড়ো। আর বাকি ২৪৩টি আসনে আঞ্চলিক দলগুলিকে লড়তে দাও। ওরা শুনল না। মাতব্বরি করল। আজ কী হল?’ এর পরেই তিনি জানিয়ে দেন, বিজেপিকে ঠেকাতে বাংলায় লড়বে তৃণমূল। তাঁর কথায়, ‘ওরা যা করছে করুক, বাংলায় আমরা বিজেপিকে ঠেকাব। বিজেপিকে ঠেকাতে পারি, আগেও দেখিয়েছি, আবার দেখাব।’’ 

মমতা আরও বলেন, 'কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় এসেছে। কিন্তু আমাকেও বলা হয়নি। আমরা ভারতের জোটে আছি। কিন্তু তা সত্ত্বেও আমাকে জানানো হয়নি। বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে জেনেছি।'

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'উত্তরপ্রদেশের নির্বাচনে আমরা জিততে পারিনি। রাজস্থানের নির্বাচনেও আপনি জিততে পারেননি। আপনার সাহস আছে এলাহাবাদে গিয়ে জিতে এবং বারাণসীতে জিতে দেখাতে। আমাদেরও দেখা যাক তোমার কতটা সাহস।' 

মুর্শিদাবাদে বিড়ি শ্রমিকদের সঙ্গে রাহুল গান্ধীর বৈঠককেও নিশানা করে মমতা বলেন, 'আজকাল ফটোশুটের একটি নতুন প্রবণতা দেখা যাচ্ছে। যারা কখনও চায়ের দোকানে যাননি তারা এখন বিড়ি শ্রমিকদের সঙ্গে বসে তাঁদের ছবি তুলছেন।শিশুদের আদর করেনি। শিশু কী জিনিস, জানে না। জীবনে কখনও বিড়ি বাঁধেনি। বিড়ির বদলে হয়তো অন্য কিছু খায়। তারা আজ ফোটোশুট করছে।'

 

POST A COMMENT
Advertisement