একটি জায়গার ঘটনাকে কেন্দ্র করে বাংলাকে কলঙ্কিত করবেন না, বিরোধীদের সরাসরি পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণের জবাবি বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিনের বক্তব্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী।
গতকাল বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী-সহ ৪ বিজেপি নেতাকে। প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে তাঁরা দাবি করেন যে বাংলায় সরস্বতী পুজো হয় না। এদিন সেই দাবির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, 'ওরা বলছেন সরস্বতী পুজো নাকি করতে দেওয়া হয় না বাংলায়। সব বাড়ি, স্কুলে, ক্লাবে, পাড়ায় পুজো হয়েছে। বাংলায় ৩-৪ কোটি সরস্বতী পুজো হয়েছে। একটি জায়গার ঘটনাকে নিয়ে আপনারা বাংলাকে কলঙ্কিত করলেন।'
যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো বিতর্ক নিয়ে শুভেন্দু অধিকারীর দাবিরও জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি ব্যাখ্যা করেন, 'যেহেতু ওখানে বিল্ডিং মেটিরিয়ালস রাখা ছিল, নির্মাণ কাজ হচ্ছিল, তাই বলা হয় সেই নির্দিষ্ট জায়গায় সরস্বতী পুজো করা যাবে না। এরপর ওরা কোর্টে যায়। তারপর তো কলেজে কোর্টের নির্দেশে পুজোও হয়।' এরপর যোগেশচন্দ্র ল কলেজ ও যোগমায়া দেবী কলেজের সরস্বতী পুজোর ছবি দেখান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, 'এত মিথ্যা, এত কুৎসা? আগে বাংলায় দিল্লির নেতারা এসে বলত মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেয় না। বাংলায় কত দুর্গাপুজো, সরস্বতী পুজো হয়? এসে দেখে যান।'