পুজোর মুখে টাকা পাচ্ছে রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। শুক্রবার থেকেই রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার। ট্যাব কেনার জন্য এই টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
জানা গিয়েছে, নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে, দুর্গাপুজোর আগেই একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য এই টাকা দেওয়া হবে। ১৬ লক্ষ পড়ুয়ার অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। সূত্রের খবর, এজন্য রাজ্যের খরচ হবে ১৩৩ কোটিরও বেশি টাকা।
উল্লেখ্য, সেপ্টেম্বরেই ট্যাবের টাকা দেওয়ার কথা ছিল রাজ্যের। বন্যা পরিস্থিতির কারণে সেই সময় টাকা দেওয়ার বিষয়টি স্থগিত রাখা হয়েছিল। তবে পুজোর আগেই এূবার সেই টাকা দেওয়া হচ্ছে।
কোন স্কুলের পড়ুয়ারা টাকা পাবে?
জানা গিয়েছে, সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা এই ট্যাবের টাকা পাবে। সেই সঙ্গে মাদ্রাসা ও সংখ্যালঘু স্কুলের পড়ুয়ারাও এই সুবিধা পাবে।
অন্য দিকে, যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে পরীক্ষামূলকভাবে 'পিএম ইন্টার্নশিপ স্কিম' শুরু করছে মোদী সরকার। এই প্রকল্পের অধীনে, ইন্টার্নশিপের জন্য নির্বাচিত যুবক-যুবতীরা মাসে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। চলতি বছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের প্রস্তাব করেছিলেন। প্রকল্পের অধীনে, যুবকরা ভারতের শীর্ষ ৫০০টি কোম্পানিতে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। এই প্রকল্পের উদ্দেশ্য হল, পাঁচ বছরের মধ্যে ১ কোটি যুবককে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া। প্রতি মাসে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়াও, ইন্টার্নশিপে 'যোগদান' করার জন্য তাঁদের এককালীন ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তারপরে এক বছরের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। ইন্টার্নশিপ হবে ১২ মাসের জন্য। সরকারি সূত্র জানিয়েছে, চলতি অর্থ বছরে ১.২৫ লক্ষ ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য সরকার ৮০০ কোটি টাকা ব্যয় করবে।