টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরণের সঙ্গে নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডলে ছবি-সহ একথা জানানো হয়েছে তৃণমূলের তরফে। টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মমতার বৈঠকের পরই রাজ্যে নতুন বিনিয়োগের জল্পনা জোরালো হয়েছে।
এক্স হ্যান্ডলে তৃণমূলের তরফে জানানো হয়েছে, 'বাংলার শিল্পায়নে ও সুযোগসুবিধা নিয়ে গঠনমূলক আলোচনা হয়েছে...।' টাটা গোষ্ঠীর চেয়ারম্যানকে মমতার উত্তরীয় পরানোর ছবি প্রকাশ করা হয়েছে। বৈঠকে মুখ্যসচিব মনোজ পন্থ-সহ রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, হুগলির সিঙ্গুরে টাটাদের গাড়ি তৈরির কারখানা ঘিরে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিঙ্গুরে জমি আন্দোলনে সেই সময় নেতৃত্বে ছিলেন তৃণমূলনেত্রী মমতা। বাংলা রাজনীতিতে পালাবদলের অন্যতম হাতিয়ার হিসেবে ধরা হয় সিঙ্গুরের আন্দোলন। সেই সময় আন্দোলনের জেরে ন্যানো তৈরির কারখানা বাংলা থেকে সরিয়ে নিয়েছিল টাটারা। যদিও তাঁরা কখনওই টাটার বিরুদ্ধে নন বলে বার বার জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চলতি বছরে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের সঙ্গে মমতার ফোনে কথা হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে সম্মেলনে টাটা গোষ্ঠীর প্রথম সারির কেউ ছিলেন না। সেই সময় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, 'টাটারা বাংলার জন্য অনেক কিছু করতে চায়।'