মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের জবাবে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলনেত্রীর বাঙালি-স্বার্থ রক্ষার দাবি নিয়ে প্রশ্ন তুললেন। তাঁর অভিযোগ, 'বাংলা ভাষার উনি কে? যেদিন প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি করার কথা হয়েছিল, বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন।'
২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ থেকে মমতা অভিযোগ তুলেছিলেন, বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। এর পাল্টা জবাবেই শুভেন্দু বলেন, 'উনি যে পার্টিকে গালাগালি করেন, সেই পার্টিটাই বাঙালি প্রতিষ্ঠা করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন বাঙালি, অর্থনৈতিক উপদেষ্টা বাঙালি।'
শুধু বাঙালিপ্রীতি নিয়েই নয়, এদিন আবারও ‘বাংলাদেশি অনুপ্রবেশ’-এর ইস্যুতে তৃণমূলনেত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। সোমবার বিজেপির যুব মোর্চার ডাকা ‘উত্তরকন্যা অভিযান’-এর মঞ্চ থেকেও শুভেন্দু অভিযোগ করেছিলেন, 'বাংলাদেশি মুসলিম আর রোহিঙ্গাদের মমতা আঁচলে লুকোতে দিচ্ছেন। বিহারের মতো ভোটার তালিকার বিশেষ সমীক্ষা এ রাজ্যেও চাই।'
রাজনীতির ময়দানে আগামী বছরের বিধানসভা ভোটকে সামনে রেখে দুই যুযুধানই যে প্রচারে কোমর কষেছেন, তা স্পষ্ট। একদিকে মমতা শহিদ দিবসের মঞ্চ থেকে কর্মীদের নতুন স্লোগান দিয়েছেন, 'আমাদের দর্শন, বিজেপির বিসর্জন।' অন্যদিকে শিলিগুড়ির সভা থেকে শুভেন্দু চ্যালেঞ্জ ছুড়েছেন, 'চ্যালেঞ্জ করছি ২০২৬-এ প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে।'