উনি উর্দুভাষী অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কাছে সাহায্য চাইছেন: সম্বিত পাত্র।SIR এর বিরুদ্ধে TMC র মিছিলকে ‘ঘুসপাঠিয়া বাঁচাও যাত্রা’ বললেন সম্বিত পাত্র। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের প্রতিবাদ মিছিলের তীব্র সমালোচনা করেন বিজেপি আইটি সেলের প্রধান। তাঁর অভিযোগ, এটি বাংলার সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই নয়, বরং অবৈধ ভোটব্যাঙ্ক রক্ষার মরিয়া চেষ্টা।
সম্বিত পাত্রের দাবি, ২০০১ থেকে ২০২৪ পর্যন্ত বাংলার জনসংখ্যা প্রায় ৩১ শতাংশ বেড়েছে। কিন্তু ভোটারের সংখ্যা বেড়েছে ৬৭ শতাংশেরও বেশি। তাঁর প্রশ্ন, 'এই অতিরিক্ত ভোটাররা এল কোথা থেকে?'
সম্বিত পাত্র বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাষী ভারতীয় মুসলমানদের স্বার্থরক্ষা করছেন না।উনি অবৈধ উর্দুভাষী বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কাছে সাহায্য চাইছেন। ওরাই এখন বাংলার অপরাধের সিন্ডিকেট, নারী পাচার চত্রের উপর আধিপত্য বিস্তার করে। এরাই তাঁর দলের ভোটব্যাঙ্কে পরিণত হয়েছে।'
GHUSPATHIYA BACHAO YATRA — that’s what Mamata Banerjee is leading today. Like Rahul Gandhi and Tejashwi Yadav, this is a desperate attempt to save her illegal vote bank.
— Amit Malviya (@amitmalviya) November 4, 2025
Between 2001 and now, West Bengal’s population has risen by 31%, but the number of voters has shot up by 67%.…
সম্বিতের ব্যাখ্যা, একসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই স্বচ্ছ ভোটার তালিকার দাবি করতেন। বাম আমলের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, 'সিপিএম আমলে তিনি অভিযোগ তুলেছিলেন যে, ভোটার তালিকায় মৃত ব্যক্তি, অন্য রাজ্যে চলে যাওয়া মানুষ ও বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের নাম ঢোকানো হচ্ছে।' তিনি মনে করিয়ে দেন, সেই সময় সীমান্তে কড়া নজরদারি ও বেআইনি অনুপ্রবেশ রুখতে সরব হয়েছিলেন মমতা।
সেই দাবি অবশ্য এখনও করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অনুপ্রবেশের পিছনে কেন্দ্রীয় সরকারের সীমান্ত রক্ষায় গাফিলতিকে দায়ী করেছেন। তবে পাল্টা মুখ্যমন্ত্রীকেই দোষ দিলেন সম্বিত। তাঁর কথায়, 'মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সীমান্ত সুরক্ষার প্রচেষ্টায় বাধা দিচ্ছেন। এতে অনিয়ন্ত্রিতভাবে বেআইনি অনুপ্রবেশ বাড়ছে। বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে।'
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, SIR এর কার্যকলাপ যাই হোক, আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এটি যে বড় ইস্যু হতে চলেছে, তা বলাই বাহুল্য। একদিকে SIR এর বিরোধিতায় ও কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের কোমর বেঁধে নেমেছে শাসক দল। অন্যদিকে এই SIR কে কেন্দ্র করেই পাল্টা সরব হচ্ছে গেরুয়া শিবির। ভোটব্যাঙ্কে এর কী প্রভাব পড়ে, তা সময়ই বলবে।