Mamata Banerjee: কলকাতায় ৩ নতুন মেট্রো রুট উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতাকেও

আগামী সপ্তাহে কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রক সূত্রে খবর, ২২ আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে ওই মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। প্রথা অনুযায়ী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।

Advertisement
কলকাতায় ৩ নতুন মেট্রো রুট উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী, আমন্ত্রণ মুখ্যমন্ত্রী মমতাকেওপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।-ফাইল ছবি
হাইলাইটস
  • আগামী সপ্তাহে কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • রেলমন্ত্রক সূত্রে খবর, ২২ আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে ওই মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি।

আগামী সপ্তাহে কলকাতায় তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেলমন্ত্রক সূত্রে খবর, ২২ আগস্ট দমদমে প্রশাসনিক কর্মসূচি থেকে ওই মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন তিনি। প্রথা অনুযায়ী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগেভাগেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পাঠিয়েছেন বলে সূত্রের খবর। আমন্ত্রণপত্রে রয়েছে বিশেষ চমক, পশ্চিমবঙ্গে রেলের চলতি ও আসন্ন প্রকল্পগুলির বিস্তারিত তালিকা এবং কত টাকা বরাদ্দ হয়েছে তার নির্দিষ্ট হিসেব। সূত্রের দাবি, ইস্ট-ওয়েস্ট মেট্রো উদ্বোধনের সময় আমন্ত্রণ ঘিরে বিতর্ক এড়াতেই এবার পর্যাপ্ত সময় হাতে রেখেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূলের দাবি ছিল, শেষ মুহূর্তে আমন্ত্রণ আসায় মুখ্যমন্ত্রীর পক্ষে উপস্থিত থাকা সম্ভব হয়নি। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবারের আয়োজন আরও সতর্কতার সঙ্গে করা হচ্ছে।

উল্লেখ্য, এনডিএ এবং ইউপিএ উভয় আমলেই রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মেট্রো প্রকল্পগুলির অর্থ বরাদ্দ ও বাস্তবায়নে তাঁর বিশেষ ভূমিকা ছিল। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচিতে তাঁকে গুরুত্ব সহকারে আমন্ত্রণ জানানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

তবে ২২ আগস্টের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। রেল মন্ত্রক ইতিমধ্যেই আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেই তথ্য সমাজমাধ্যমে জানিয়েছেন। এখন নজর সকলের, একই মঞ্চে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে দেখা যাবে কি না।

 

POST A COMMENT
Advertisement