Mamata Banerjee: DVC জল ছাড়লে পাল্টা রুখবে মমতার তৈরি ড্যাম, মুখ্যমন্ত্রীর প্ল্যানটা কী?

DVC-কে কড়া চ্যালেঞ্জ। এবার পাল্টা ড্যাম তৈরি করে DVC-র বিরুদ্ধে বড় প্ল্যানের কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কী বললেন তিনি?

Advertisement
DVC জল ছাড়লে পাল্টা রুখবে মমতার তৈরি ড্যাম, মুখ্যমন্ত্রীর প্ল্যানটা কী?মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • DVC-কে কড়া চ্যালেঞ্জ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • মমতা বলেন, 'যাতে ঝাড়খণ্ড না ডোবে তাই তাড়াতাড়ি জল ছেড়ে দিচ্ছে বাংলায়'
  • ঠিক কী প্ল্যান করলেন বাংলার মুখ্যমন্ত্রী?

এবার DVC-কে চ্যালেঞ্জ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বীরভূমের প্রশাসনিক বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, 'আজ ২০ বছর হয়ে গেল DVC কোনও ড্রেজিং করেনি। ফলে জল ধারণ ক্ষমতা কমে গিয়েছে। এখন ততটা জলই ধরে না।' এরপরই হুঁশিয়ারির সুরে মমতা বলেন, 'যাতে ঝাড়খণ্ড না ডোবে তাই তাড়াতাড়ি জল ছেড়ে দিচ্ছে বাংলায়। এবার আমিও প্ল্যান করব।'

ঠিক কী প্ল্যান করেছেন মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদি ১ বছরের মধ্যে DVC ড্রেজিং না করে তবে আমিও ওখানে একটা ড্যাম তৈরি করব। যাতে জল এসে ওখানেই জমে থাকে আর জেলা, গ্রাম ডুবতে না পারে। এটাই আমার নেক্সট প্ল্যান। পাল্টা জল চলে যাবে ওখানে। তখন বুঝবে ওরা। এনাফ ইজ এনাফ! আসলে যতক্ষণ গায়ে আঘাত না লাগে, ততক্ষণ কেউ বুঝতে পারে না।'

DVC-র সঙ্গে দ্বন্দ্ব

চলতি বছর বর্ষায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বাংলার জেলায় জেলায়। সঙ্গে নিম্নচাপের প্রভাবেও বৃষ্টি চলছে। এমত অবস্থায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বারবার এই পরিস্থিতির জন্য DVC-কেই দায়ী করেন বাংলার মুখ্যমন্ত্রী। DVC-র ছাড়া জলেই বাংলা ডুবে যায় বলে অভিযোগ তাঁর। আর সে কারণেই তিনি এবার পাল্টা বাঁধ তৈরির প্ল্যানিংয়ের কথা জানালেন। তবে এই প্রথম নয়, এর আগেও DVC-র সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত চলেছে। মুখ্যমন্ত্রীর দাবি, ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলার দিকে প্রতিবার জল ছাড়ে DVC। এই মর্মে সমস্ত সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। পাল্টা DVC-র বক্তব্য, রাজ্যকে জানিয়েই জল ছাড়া হয়। 

 

POST A COMMENT
Advertisement