Mamata Sandeshkhali: 'মেয়েদের বলছি কেউ ডাকলেই যাবেন না'; সন্দেশখালিতে 'দুষ্টু লোকের' বিষয়ে সতর্ক করলেন মমতা

'আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা,' সন্দেশখালির মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক বছর পর সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী।

Advertisement
'মেয়েদের বলছি কেউ ডাকলেই যাবেন না'; সন্দেশখালিতে 'দুষ্টু লোকের' বিষয়ে সতর্ক করলেন মমতা

'আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা,' সন্দেশখালির মঞ্চ থেকে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক বছর পর সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী। এদিন তাঁর বক্তব্যের বেশিরভাগটা জুড়েই ছিল সরকারের বিভিন্ন পরিষেবা প্রকল্পের কথা। তবে তারই মাঝে 'দুষ্টু লোকে'র বিষয়ে সন্দেশখালির মহিলাদের সতর্ক করে দেন। 

তিনি বলেন, 'কেউ দুষ্টু লোকের পাল্লায় পড়বেন না। আর মনে রাখবেন, কোনও মেয়েরা, কেউ ডাকল আর চলে গেল, সেটাও যাবেন না। আপনাদের নিজস্ব অধিকার, সরকারি প্রকল্পের জন্য  চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে। আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে।' 

মুখ্যমন্ত্রী বলেন, 'আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যা কথা বলে... আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে। পরে দেখলেন তো, সবটাই ভাঁওতা। মিথ্যা বেশিদিন চলে না, মিথ্যাটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই, যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গিয়েছি। আমি মনে রাখতে চাই, সন্দেশখালির মেয়েরা-ছেলেরা এক নম্বর স্থানে আসুক। তারা ভারতবর্ষে এক নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক।' 

সোমবার মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি বড় অংশ জুড়ে ছিল বিভিন্ন সরকারি ভাতা, বৃত্তি, জনকল্যাণমূলক পরিষেবা। শুরুতেই সন্দেশখালিতে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের হাতে শংসাপত্র তুলে দেন। 

মুখ্যমন্ত্রী জানান, কোনও সরকারি প্রকল্পের জন্য যেন কাউকে টাকা না দেওয়া হয়। বিনামূল্যেই মানুষ এই পরিষেবা পাবে বলে মনে করিয়ে দেন তিনি। মমতা বলেন, 'এর জন্য কাউকে কোনও পয়সা দেওয়ার দরকার নেই। কাউকে চাইলেও দেবেন না।' 

তিনি আরও বলেন, 'কোনও সরকারি স্কিমের জন্য এক টাকাও দেবেন না। টাকাটা সরকারের, জনগণের, আপনার অধিকার আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।'

POST A COMMENT
Advertisement