Mamata Banerjee on RG Kar Case: 'CBI-এ আপত্তি নেই, প্রয়োজনে ফাঁসির আবেদন', আরজি কর-কাণ্ডে কড়া মুখ্যমন্ত্রী

আরজি করকাণ্ডে ফাঁসির শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, 'এই অপরাধের কোনও ক্ষমা নেই। আমরা চাই সঠিক বিচার হোক। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, দোষীদের চিহ্নিত করে ৩-৪ দিনের মধ্যে ফাস্টট্র্যাক আদালতে এই মামলা তুলতে। শাস্তির আবেদন জানাতে হবে। যাতে এই ঘটনা ঘটানোর কেউ সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফাঁসির পক্ষে নই। তবে প্রয়োজনে শিক্ষা দেওয়ার জন্য ফাঁসির আবদেন জানাতে হবে।'

Advertisement
'CBI-এ আপত্তি নেই, প্রয়োজনে ফাঁসির আবেদন', আরজি কর-কাণ্ডে কড়া মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • আরজি করকাণ্ডে ফাঁসির শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী।
  • মুখ্যমন্ত্রী বলেন, 'এই অপরাধের কোনও ক্ষমা নেই।'
  • সিবিআই তদন্তে আপত্তি নেই:মমতা

আরজি করকাণ্ডে ফাঁসির শাস্তি চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী বলেন, 'এই অপরাধের কোনও ক্ষমা নেই। আমরা চাই সঠিক বিচার হোক। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, দোষীদের চিহ্নিত করে ৩-৪ দিনের মধ্যে ফাস্টট্র্যাক আদালতে এই মামলা তুলতে। শাস্তির আবেদন জানাতে হবে। যাতে এই ঘটনা ঘটানোর কেউ সাহস না পায়। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফাঁসির পক্ষে নই। তবে প্রয়োজনে শিক্ষা দেওয়ার জন্য ফাঁসির আবদেন জানাতে হবে।'

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন যে, 'খুবই ন্যক্কারজনক ঘটনা। যদি কেউ রাজ্য সরকারের উপর ভরসা করতে না পারে, তা হলে অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে পারে। সিবিআই তদন্ত চাইলে আমাদের কোনও আপত্তি নেই। পুলিশ তদন্ত করছে।' জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ যুক্তিসঙ্গত বলেও এদিন মন্তব্য করেছেন মমতা। 

অন্য দিকে, লালবাজারে সাংবাদিক বৈঠকে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, 'আরজি করে যা ঘটেছে, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। খুবই দু:খিত। শুক্রবার সকাল সাড়ে ১০টায় টালা থানায় খবর আসে। ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হয়েছে।' কলকাতার নগরপাল আরও বলেন, 'সারা রাত তদন্ত চালানো হয়েছে। সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্যপ্রমাণের ভিত্তিতে একজনে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। পরিবার  অন্য কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করতে চাইলে আপত্তি নেই। আমরা সহযোগিতা করব। আমাদের কোনও কিছু লুকোনোর নেই, স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে।'

কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে একজনকে পাকড়াও করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জয় রায়। শুক্রবার রাতে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ধৃতকে শনিবার আদালতে হাজির করানো হবে। 

আরজি করের ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। নন-ইমার্জেন্সি বিভাগে চলছে একাংশের কর্মবিরতি। বিপাকে রোগীরা। আরজি করকাণ্ডে মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় হাসপাতালে হাসপাতালে বিক্ষোভ চলছে। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যালে বিক্ষোভ চলছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement