Mamata Banerjee: মহালয়ার আগের দিন থেকেই পুজো শুরু, মমতা বললেন, 'আমারই দোষ...'

গত কয়েক বছর ধরেই দুর্গাপুজো দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড়ের ছবি মহালয়া থেকেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে, কলকাতায় অনেক পুজোর উদ্বোধন মহালয়ার আগেই হয়ে যায়। গত বছর মহালয়ার আগেই পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement
মহালয়ার আগের দিন থেকেই পুজো শুরু, মমতা বললেন, 'আমারই দোষ...'ফাইল চিত্র।
হাইলাইটস
  • মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
  • কলকাতায় অনেক পুজোর উদ্বোধন মহালয়ার আগেই হয়ে যায়।
  • বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে এই প্রসঙ্গ টানেন মমতা।

গত কয়েক বছর ধরেই দুর্গাপুজো দেখতে মণ্ডপে মণ্ডপে ভিড়ের ছবি মহালয়া থেকেই দেখতে পাওয়া যায়। বিশেষ করে, কলকাতায় অনেক পুজোর উদ্বোধন মহালয়ার আগেই হয়ে যায়। গত বছর মহালয়ার আগেই পুজো উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষের আগে কেন পুজো উদ্বোধন, তা নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপি-সহ বিরোধীদের। এই আবহে মঙ্গলবার মহালয়ার আগে পুজো শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা বললেন, 'এখন তো মহালয়ার দিন থেকেই পুজো উদ্বোধন শুরু হয়ে যায়। এর জন্য আমিই অনেকটা দায়ী। এটা আমারই দোষ। মহালয়ার আগের দিন থেকেই উদ্বোধন শুরু করে দিই। মা আগে চলে আসেন।'

মঙ্গলবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে এই প্রসঙ্গ টানেন মমতা। তিনি আরও বলেন, 'মহালয়ার আগের দিন থেকেই উদ্বোধন শুরু করে দিই। মা আগে চলে আসেন। সুতরাং মানুষও পুজো দেখতে বেরিয়ে যান। কারণ পুজোটা ভালবাসি আমরা। এই উৎসব সবার।'

অন্য দিকে, দুর্গাপুজোয় ক্লাবগুলির জন্য সরকারি অনুদানের পরিমাণ আরও বাড়ানো হল। এ বছর দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর ৭০ হাজার টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ, গতবারের তুলনায় ১৫ হাজার টাকা বাড়ানো হল অনুদান। আগামী বছরে অনুদানের অঙ্ক ১ লক্ষ টাকা করা হবে জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, বিদ্যুতের বিলেও ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আগামী বছর অনুদানের পরিমাণ বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলে এদিন আগাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে এদিন মমতা বলেন, 'এবার ১৫ হাজার যদি বাড়তে পারে, তা হলে আগামী বছর ১ করে দেব। দু'বছরের ঘোষণা করে দিলাম আগাম।'

অনুদান প্রসঙ্গে মমতা বলেন, 'আজ বাজেট হয়েছে। আমরা শূন্য পেয়েছি। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা উৎসবকে ভুলতে পারি না। বিদ্যুতের ছাড় ৬৬ শতাংশ ছিল গতবার। এবার ৭৫ শতাংশ ছাড় দিতে বলেছি।' এরপরেই অনুদানের পরিমাণ প্রসঙ্গ মুখ্যমন্ত্রী তুলতেই অনেকে ১ লক্ষ টাকা করার দাবি তোলেন। যা শুনে মমতা বলেন, 'একসঙ্গে এতটা লাফিয়ে বাড়ানো যায়! আস্তে আস্তে ওঠো। প্রথম শুরু করেছিলাম ২৫ হাজার দিয়ে। আস্তে আস্তে ৭০-এ এসেছে। এবার সব করে দিলে, আসছে বছর কী হবে। এবার ৭০ থেকে বাড়িয়ে ৮৫ হাজার করে দিলাম।' বস্তুত, পুজোর অনুদান নিয়ে প্রায়শই বিতর্ক হয় রাজ্য রাজনীতিতে। এই নিয়ে সরব হয় বিরোধীরা। অতীতে এই নিয়ে মামলাও হয়েছে আদালতে। 

Advertisement

মঙ্গলবার দুর্গাপুজো কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পুজো যাতে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা হয়, সেই নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন মমতা। বলেছেন, 'কেউ ১১২ ফুটের পুজো করলাম, লেজারের খেলা করলাম, এতে তো অন্যের ক্ষতি হতে পারে, পদপিষ্ট হতে পারে।' এই প্রসঙ্গে শ্রীভূমির পুজোর প্রসঙ্গও টানেন মমতা। সুজিত বসুর নাম করে বলেন, ''শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্ট যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল, এটা যেন না হয়।'
 

POST A COMMENT
Advertisement