Mamata Banerjee: 'কান মোলা উচিত, কান ধরে ওঠবোস কর,' রেগে আগুন মমতা, কেন?

নিমকাঠ বিতর্কে বিজেপিকে তীব্র ভাষায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতির সভায় এই প্রসঙ্গে মমতা বলেন, 'আমি নাকি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান ধরে ওঠবোস কর। কান মোলা উচিত। কেন তোদের কাঠ চুরি করতে যাব!'

Advertisement
'কান মোলা উচিত, কান ধরে ওঠবোস কর,' রেগে আগুন মমতা, কেন?নিমকাঠ বিতর্কে সরব মমতা।
হাইলাইটস
  • নিমকাঠ বিতর্কে বিজেপিকে তীব্র ভাষায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • এই প্রসঙ্গে মমতা বলেন, 'আমি নাকি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি।'
  • মমতা বলেন, 'কেন তোদের কাঠ চুরি করতে যাব!'

নিমকাঠ বিতর্কে বিজেপিকে তীব্র ভাষায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুর্শিদাবাদের সুতির সভায় এই প্রসঙ্গে মমতা বলেন, 'আমি নাকি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি। কান ধরে ওঠবোস কর। কান মোলা উচিত।  কেন তোদের কাঠ চুরি করতে যাব!'

ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?

 'আমি নাকি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি! কান মুলে দেওয়া উচিত এদের। কান ধরে ওঠবোস কর। আমি কেন তোদের কাঠ চুরি করতে যাব! আমার নিম গাছ বাংলায়  কম আছে? আমার বাড়িতে ৪টা নিম গাছ আছে। জগন্নাথধামে ৫০০ গাছ পোঁতা হয়েছে, আরও ১০০ নিম গাছ পোঁতা হবে। কারও দয়া চাই না। কোনও গাছ তো কারও কেনা নয়... নিম গাছও সব জায়গায় পাওয়া যায়। আমরা অত ভিখিরি নই, পকেটমার নই। আমরা মানুষের পাহারাদার, আমরা চুরি করি না। যাঁরা বলেছেন, তাঁরাই বলছেন নিইনি, তা হলে বদনাম করলেন কেন? কত ফাইন করা উচিত? প্রমাণ করুক, আগামী দিনে কড়ায় গণ্ডায় মানুষ হিসেব দেবে।'


প্রসঙ্গত, অক্ষয় তৃতীয়ার দিন পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই দিঘায় এই মন্দির তৈরি করা হয়েছে। অভিযোগ উঠেছে, পুরীর মন্দিরে জগন্নাথের নবকলেবরের উদ্বৃত্ত কাঠ এনে দিঘার বিগ্রহ তৈরি হয়েছে। যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। এই নিয়ে বিজেপি শাসিত ওড়িশা সরকারের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দ্রন তদন্তের নির্দেশ দিয়েছেন। একটি সংবাদপত্রে দাবি করা হয়, ওড়িশার আইনমন্ত্রী পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধীকে চিঠি লিখে এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিতর্কে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী। 

দিঘায় জগন্নাথ মন্দির দর্শনের জন্য সকলকে আহ্বানও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, 'হিংসা করবেন না, সবাই দেখতে যাবেন।'

POST A COMMENT
Advertisement