Mamata Banerjee North Bengal Visit: বিজনেস মিট থেকে প্রশাসনিক বৈঠক, মমতার ৩ দিনের উত্তরবঙ্গ সফরে কী কী চমক?

বিমানবন্দর থেকে সড়কপথে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গে পৌঁছনোর পর থেকেই পরপর কর্মসূচি শুরু হয়ে যাবে তাঁর। এবারের উত্তরবঙ্গ সফরে কোন কোন চমক দেখা যাবে?

Advertisement
বিজনেস মিট থেকে প্রশাসনিক বৈঠক, মমতার ৩ দিনের উত্তরবঙ্গ সফরে কী কী চমক?
হাইলাইটস
  • সোমবার ৩ দিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়
  • শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন তিনি
  • প্রশাসনিক বৈঠকও রয়েছে মুখ্যমন্ত্রীর

তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ মে সোমবার বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছবেন তিনি। বিজনেস মিট থেকে শুরু করে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান, একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। 


কী কী কর্মসূচি মমতার? 

> সোমবার উত্তরবঙ্গে পৌঁছেই শিল্পপতিদের নিয়ে একটি ‘বিজনেস মিট’ করার কথা রয়েছে মমতার। বাগডোগরা বিমানবন্দর থেকে সড়কপথে শিলিগুড়ির দীনবন্ধ মঞ্চে যাবেন মমতা। সেখানেই হবে এই বৈঠক। এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে উত্তরবঙ্গের পর্যটন, হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের সম্ভাবনার দিকটি গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। সেই সূত্রেই প্রথম বার উত্তরবঙ্গে ‘সিনার্জি’ সম্মেলনের আয়োজন করেছে রাজ্য সরকার। শিল্পোদ্যোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের পরামর্শ ও সমস্যাগুলি শুনবেন মুখ্যমন্ত্রী। রাতে থাকবেন উত্তরকন্যায়। 
> ২০ মে মঙ্গলবার ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। 
> ২১ তারিখ তিনি উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। সূত্রের খবর, সেখানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। 
> ২২ মে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে এখন সাজো সাজো রব প্রশাসনিক মহলে। নিরাপত্তায় চাদরে মুড়ে ফেলা হয়েছে শিলিগুড়ি ও লাগোয়া এলাকা। 

এর মাঝে  গত বৃহস্পতিবার তৃণমূল ভবনে এসে আলিপুরদুয়ার জেলার প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী জন বার্লার তৃণমূলে যোগদান নতুন মাত্রা যোগ করেছে মুখ্যমন্ত্রীর এই সফরে। তৃণমূল কংগ্রেস জানিয়েছে, উত্তরবঙ্গের চা বাগান অঞ্চলে আদিবাসী নেতা হিসেবে বার্লা তাঁর নেতৃত্বের জন্য সুপরিচিত। রাজ্য স্তরের কমিটিতে এবং চা বাগান অঞ্চলেও তাঁর দক্ষতা কাজে লাগানো হবে। সুব্রত বক্সী জানিয়েছেন, জন বার্লার যোগদানে চাবাগান অঞ্চলে তৃণমূলের সংগঠন শক্তিশালী হবে।

 

 

POST A COMMENT
Advertisement