scorecardresearch
 

Mamata Banerjee: 'মণিপুরের মতো বাংলাতেও জাতিদাঙ্গা লাগাতে চায় ', BJP-সিপিএমকে টার্গেট মমতার

শালবনীতে ‘নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই বামেদের দুর্নীতির ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সভা থেকে ফের বামেদের একহাত নিলেন মমতা (CM Mamata Banerjee)। তোপ দাগলেন বিজেপিকেও (BJP)। সিপিএমকে নিশানা করেই বললেন, “কারও যদি নম্বর ৯০ থাকে তাকে টেনেটুনে এক দুই নম্বর দিয়ে ৯২ করা যেতে পারে। কিন্তু, কেউ যদি শূন্য থাকে তাকে ৯২ করা যায় না।”

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • শালবনীতে ‘নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
  • কিছুদিন আগেই বামেদের দুর্নীতির ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

শালবনীতে ‘নবজোয়ার’ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই বামেদের দুর্নীতির ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সভা থেকে ফের বামেদের একহাত নিলেন মমতা (CM Mamata Banerjee)। তোপ দাগলেন বিজেপিকেও (BJP)। সিপিএমকে নিশানা করেই বললেন, “কারও যদি নম্বর ৯০ থাকে তাকে টেনেটুনে এক দুই নম্বর দিয়ে ৯২ করা যেতে পারে। কিন্তু, কেউ যদি শূন্য থাকে তাকে ৯২ করা যায় না।”

তিনি আরও বলেন, 'আমরা মানুষের ওপর বদলা নেই না, বদলা নয় বদল চাই। তাই অনেক অত্যাচারের পরেও কর্মীদের রবীন্দ্র সংগীত আর নজরুলগীতি গাইতে বলি। সিপিএম বলে, কই গ্রেফতার তো করল না। গ্রেফতার করলে সবকটাকে করতে হত। সুব্রতদা বলতেন, তুই সিপিএমটাকে ক্ষমা করে দিলি। জানিস ওরা কত অত্যাচার করেছে। সপ্তাহে একদিন যেমন রেশন দেয়, তেমনি সপ্তাহে একদিন পেটাই দেওয়া উচিত। পাপের মার বিছুটি পাতা দিতে ঘষলেই চলে যাবে।'

এরপরই আগের দিনের ভাঙচুরের অভিযোগ নিয়ে মমতা বলেন 'এতবড় সাহস, কালকে বীরবাহা হাঁসদার গাড়িও ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা। অনেক কাজ করে। ওকে আমি অনেক কাজ করাই। আমি বিশ্বাস করি কুরমিভাইরা এই কাজ করতে পারে না। বিজেপি করেছে। তারা আদিবাদী মেয়ের গায়ে হাত দিয়েছে। অভিষেককেও অ্যাটাক করেছে। গদ্দারি করে আর টাকার জোরে আর দাঙ্গা লাগিয়ে বাংলা বা তৃণমূলকে শেষ করতে পারবেন না।'

আরও পড়ুন

কেন্দ্রের শাসকদলকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপি এমনিতে পারবে না। রোজ ইতিহাস বদল, চরিত্র বদল, সমাজ বদল, ধর্ম বদল, নোট বদল। রোজ বদলাচ্ছে। বদলাতে বদলাতে একদিন নিজেদেরই বদলাতে হবে।'

মমতার কথায়, 'আমি মণিপুর যেতে চাই, কিন্তু পারমিশন দেবে না। অসম যেতে চাই। কিন্তু আটকে রেখে দেবে। জ্যোতিবাবুরা জমি দিয়ে পালিয়ে গিয়েছিল। জিন্দলদের কারখানাটা আমি এসে উদ্বোধন করেছিলাম। যতটা জমি লেগেছে, বাদবাকি জমি কোনও কাজে লাগেনি। সেই জমিতে শিল্প হবে। বড় ইন্ড্রাস্ট্রি হবে শালবনীতে।'

Advertisement

পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীর আশঙ্কা, মণিপুরের মতো দাঙ্গা লাগাতে চায় বিজেপি। তিনি বলেন, 'রাজবংশী কামতাপুরি আলাদা করে দাও। এবার ওদের প্ল্যান হল কুড়মি আর আদিবাসীদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দাও। এজন্য বিজেপি প্রচুর টাকা দিচ্ছে। অনেকে নেতাদের কয়েক কোটি দিয়েছে। মণিপুরের মতো এখানে হঠাৎ দাঙ্গা হবে। দিল্লি থেকে আর্মি আসবে। গুলি করবে, একটা কেসও করতে পারবেন না। আইন আছে। জাতিদাঙ্গা করার চেষ্টা করছে।'

 

Advertisement