scorecardresearch
 

Mamata Banerjee: 'রাজনীতির কথা হয়নি, গল্প করলাম আর মিষ্টি দিলাম', মোদী-সাক্ষাতের পর মমতা

শুক্রবার আরামবাগে সভার পর রাজভবনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। শনিবার কৃষ্ণনগরে সভা তাঁর। এদিন রাজভবনে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। নবান্ন সূত্রে ওই বৈঠককে প্রোটোকল রক্ষা বলেই ব্যাখ্যা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রেও একই কথা বলা হয়েছে।

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফাইল ছবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ফাইল ছবি
হাইলাইটস
  • শুক্রবার আরামবাগে সভার পর রাজভবনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সেখানেই রাত্রিবাস করবেন তিনি। শনিবার কৃষ্ণনগরে সভা তাঁর।

শুক্রবার আরামবাগে সভার পর রাজভবনে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। শনিবার কৃষ্ণনগরে সভা তাঁর। এদিন রাজভবনে তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। নবান্ন সূত্রে ওই বৈঠককে প্রোটোকল রক্ষা বলেই ব্যাখ্যা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রেও একই কথা বলা হয়েছে।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর অভিযোগের রাজনৈতিক জবাব দেবে দল। এই নিয়ে আমি এখানে কিছু বলব না।' তিনি মনে করিয়ে দেন, এটা ছিল প্রোটোকল মিটিং। প্রধানমন্ত্রীর হাতে এদিন মিষ্টিও তুলে দেন মুখ্যমন্ত্রী। নিজেই সেকথা জানিয়ে বলেন, 'বাংলার মিষ্টি দিলাম আর গল্প করলাম।' এরপর আর কোনও প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, দু'জনে বেশ কিছুক্ষণ কথা বলেন। তবে কোনও রাজনৈতিক কথা হয়নি বলেই খবর। মোদির সঙ্গে মমতার এই সাক্ষাৎ একেবারেই সৌজন্যের। তবে মোদীর সঙ্গে মমতার ওই বৈঠক নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরামবাগেই তিনি বলেন, 'রাজভবনে প্রধানমন্ত্রীর পা ধরতে যাচ্ছেন, কিন্তু এ সব করে কোনও লাভ হবে না।'

আরও পড়ুন

মোদী-মমতা বৈঠক সম্পর্কে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয়েছে, এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। সাধারণত প্রধানমন্ত্রী রাজ্যে এলে মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার কোনও গুরুত্বপূর্ণ সদস্য রেসকোর্স হেলিপ্যাডে গিয়ে তাঁকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। শুক্রবার সকালে প্রধানমন্ত্রী যখন অন্ডাল বিমানবন্দরে অবতরণ করেছিলেন, তখন তাঁকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। 

 

Advertisement