বুধবারই পরিকল্পিতভাবে জল ছাড়ার অভিযোগে ডিভিসিকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছিলেন ‘এটা ম্যান মেড বন্যা।’ বৃহস্পতিবার ফের দামোদর উপত্যকার একাধিক বাঁধ ও জলাধার থেকে জল ছাড়ার কাজ শুরু ডিভিসির। এদিন দামোদর ভ্যালি কর্পোরেশন একটি বিবৃতি প্রকাশ করে জানিয়ে দিয়েছে, মাইথন ও পাঞ্চেত থেকে ৮০ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে। এরপরই ক্ষোভে কার্যত ফেটে পড়েন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, 'ডিভিসি জল ছাড়ছে, ৪ লাখ কিউসেক ছাড়িয়ে গিয়েছে। যা জীবনে হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানও আগামী ২ বছরের মধ্যে করে দেব। কেন কেন্দ্রীয় সরকার ড্রেজিং করবে না। ডিভিসির জলে কেন বাংলা ডুববে। বাংলায় জল ছেড়ে ঝাড়খণ্ডকে সেফ রাখবে। ডিভিসির সঙ্গে কোনও সম্পর্ক রাখব না। এটা ম্যান মেড বন্যা। এটা বৃষ্টির জলের বন্যা না।'
মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার জেরে জলের তলায় একাধিক জায়গায়। পরশুড়ার প্লাবন পরিস্থিতি দেখে কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তোলেন। তোপ দাগেন ডিভিসিকেও। মমতা বলেন, 'সাড়ে তিন লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। আমি নিজে ডিভিসির সঙ্গে কথা বলেছি। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। এত জল এর আগে ছাড়া হয়নি।'