শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি অভিযোগ তুললেন, ফের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন বিক্রি হবে এবং তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জড়িত। তাঁর কথায়, '৫০ হাজার টাকায় মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি রেকর্ডি পেয়েছি। আগের বার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্র ও জীবনকৃষ্ণরা এজেন্ট ছিল। এবার নতুন কিছু এজেন্ট দিয়ে করাবে।'
অন্যদিকে, একই দিনে ধনধান্য প্রেক্ষাগৃহের মঞ্চ থেকে অযোগ্য ঘোষিত শিক্ষকদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো ২০১৬ সালের প্রায় ২৫,৭৩৫ প্রার্থীকে নিয়ে তিনি বলেন, 'আইন মেনে হয়তো তাঁরা আর শিক্ষক হতে পারবেন না। তবে আমরা চাই তাঁদের বিকল্প চাকরি হোক। গ্রুপ সি-র চাকরির ব্যবস্থা করা হবে। কারণ আমাদের সরকার মানবিক।'
স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত ‘দাগি’ তালিকা নিয়ে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারানোদের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন, অন্যদিকে শুভেন্দু অধিকারীর অভিযোগে ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে।
এদিকে, ‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ অ্যাখ্যা দিয়ে গত এপ্রিল মাসে ২০১৬ সালের শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নির্দেশ দেওয়া হয়, ‘যোগ্য’ ও ‘অযোগ্য’র তালিকা আলাদাভাবে প্রকাশ করতে হবে। তার ভিত্তিতে স্থির হবে নতুন করে নিয়োগ পদ্ধতিতে অংশ নিতে পারবেন কারা, কারাই বা বাতিল হিসেবে গণ্য হবেন।