মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অমিত মালব্যবেশ কিছুদিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন রাজ্যে বিজেপির দায়িত্বপ্রাপ্ত অন্যতম অমিত মালব্য। কয়েকদিন আগেই তৃণমূলকে 'পিসির সরকার' বলে কটাক্ষ করেছিলেন বিজেপি আইটি সেলের প্রধান। মঙ্গলবারও ট্যুইটে আরও একবার তৃণমূল সুপ্রিমোকে বিঁধলেন অমিত।
এদিন ট্যুইট করে অমিত মালব্য লেখেন, ''৩৪ বছরের কমিনিউস্ট শাসনে পশ্চিমবঙ্গের মত রাজ্যকে ঋণের বোঝায় ডুবিয়ে দিয়েছে। ২০১১ সালে ১.৮৬ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে গিয়েছিল। আর পিসির সরকার এসে সেই রাজ্যকে আরও দেনার দায়ে ডুবিয়ে দিল। এখন ঋণের পরিমাণ প্রায় ৪.৭৫ লক্ষ কোটি। ৯ বছরে ১৫৫ শতাংশ বেড়েছে। এটাই কি মমতা মডেল?''
34 years of Communist rule had reduced West Bengal, a rich state, into a debt-ridden one with outstanding dues of ₹1.86 lakh crore by 2011.
— Amit Malviya (@amitmalviya) December 1, 2020
Pishi’s governance has pushed the state’s cumulative debt to a humongous ₹4.75 lakh crore, a rise of 155% in just 9 years!
Mamata model?
প্রসঙ্গত, এর আগেও অমিত মালব্য দাবি করেছিলেন, পিসি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ। আবারও তার প্রমাণ পাওয়া গেল। তিনি লিখেছিলেন, "কেন্দ্রীয় সরকার জাতীয় আয়ুশ মিশন থেকে ৯৪.৯ কোটি টাকা পাঠিয়েছে। তবে মমতা সরকার সেই টাকা খরচ করতে ব্যর্থ হয়েছে। এর মধ্যে সরকার ৪৮.১৭ কোটি টাকা খরত করতে পেরেছে।" বাকি টাকা খরচ করতে পারলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হত বলে মত তাঁর।
বানিজ্য ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। রাজ্য সরকারের ২, ৮৪,২৮৮ কোটি টাকার বানিজ্য বিনিয়োগের প্রশ্নে মালব্য বলেছিলেন, সেই বিনিয়োগের বিষয়টি এখনও নাকি রহস্যই থেকে গিয়েছে। তৃণমূলকে লাগাতার আক্রমণ করে যাচ্ছেন বাংলায় বিজেপির অন্যতম ভারপ্রাপ্ত নেতা অমিত মালব্য। দিন কয়েক আগে টুইটে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষকেও 'তৃণমূলের কলঙ্কিত মুখপাত্র' বলেছেন।