Saraswati Puja Marriage: সরস্বতী পুজো দেখতে বেরিয়ে বিয়েই করে ফেলল ওরা, তারপর...

সরস্বতী পুজো দেখার নাম করে বেরিয়ে পালিয়ে বিয়ে সারল এক যুগল। এক ছাত্রীর সঙ্গে যুবকের প্রেম গড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রেমের পরিণতি দিতেই সরস্বতী পুজোর দিন পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে সারল তারা। যে ঘটনায় হতবাক সকলে। 

Advertisement
সরস্বতী পুজো দেখতে বেরিয়ে বিয়েই করে ফেলল ওরা, তারপর...প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • সরস্বতী পুজো দেখার নাম করে বেরিয়ে পালিয়ে বিয়ে সারল এক যুগল।
  • এক ছাত্রীর সঙ্গে যুবকের প্রেম গড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
  • সেই প্রেমের পরিণতি দিতেই সরস্বতী পুজোর দিন পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে সারল তারা।

সরস্বতী পুজো দেখার নাম করে বেরিয়ে পালিয়ে বিয়ে সারল এক যুগল। এক ছাত্রীর সঙ্গে যুবকের প্রেম গড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই প্রেমের পরিণতি দিতেই সরস্বতী পুজোর দিন পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে সারল তারা। যে ঘটনায় হতবাক সকলে। 

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোনার বালা গ্রামে। জানা গিয়েছে, বালা গ্রামের এক যুবকের সঙ্গে ঘাটালের নতুক গ্রামের ছাত্রীর ফেসবুকে আলাপ হয়। বন্ধুত্ব অচিরেই প্রেমের সম্পর্কে পরিণত হয়। তারপরে সরস্বতী পুজোর দিন বাড়ি থেকে পুজো দেখতে যাওয়ার নাম করে দু'জনেই পালিয়ে বিয়ে করে। সরস্বতী পুজোর দিন অর্থাৎ সোমবার রাতে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিওর কাছে খবর যায়। সমস্ত ঘটনার খবর পেয়ে মঙ্গলবার ভোরে  চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইক-সহ ব্লক প্রশাসনের কর্তারা যান ছেলেটির বাড়িতে বালা গ্রামে। 

পাত্র-পাত্রী সহ ছেলের পরিবারের সদস্যদের নিয়ে আসা হয় চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অফিসে। খবর দেওয়া হয় মেয়ের পরিবারে। 

তারপরে উভয় পক্ষকে তাদের সরকারি আইন বুঝিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। যদিও মেয়ের পরিবারের দাবি, তাঁরা সারারাত ধরে মেয়েকে খুঁজেছেন বিভিন্ন জায়গায়। পরে সকালে তাঁরা বিষয়টি জানতে পারেন। ছেলে-মেয়ের এমন কীর্তিতে হতবাক এলাকার বাসিন্দারা। 


সংবাদদাতাঃ শাহজাহান আলি
 

POST A COMMENT
Advertisement