Milk Price Hike: দর বাড়ল বাংলার ডেয়ারির, কোন দুধের কত দাম? রইল চার্ট

Milk Price Hike: বাড়ল দুধের দাম। ১৬ মার্চ থেকে 'বাংলার ডেয়ারি'-র সমস্ত দুধের দাম বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২ টাকা প্রতি লিটার হারে দুধের দাম বেড়েছে। 'স্বাস্থ্য সাথী' থেকে 'আয়ুশ টোনড মিল্ক', 'সুপ্রিম এসটিডি মিল্ক', 'সুস্বাস্থ্য' খোলা দুধ সবই বেড়েছে।

Advertisement
দর বাড়ল বাংলার ডেয়ারির, কোন দুধের কত দাম? রইল চার্টপ্রতীকী ছবি
হাইলাইটস
  • বাড়ল দুধের দাম
  • ১৬ মার্চ থেকে 'বাংলার ডেয়ারি'-র সমস্ত দুধের দাম বাড়ানো হয়েছে
  • ২ টাকা প্রতি লিটার হারে দুধের দাম বেড়েছে

Milk Price Hike: বাড়ল দুধের দাম (Milk Price)। ১৬ মার্চ থেকে 'বাংলার ডেয়ারি'-র (Banglar Dairy) সমস্ত দুধের দাম বাড়ানো হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ২ টাকা প্রতি লিটার হারে দুধের দাম বেড়েছে। 'স্বাস্থ্য সাথী' থেকে 'আয়ুশ টোনড মিল্ক', 'সুপ্রিম এসটিডি মিল্ক', 'সুস্বাস্থ্য' খোলা দুধ সবই বেড়েছে। মাদার ডেয়ারির পরিবর্তে রাজ্য সরকারের তরফে আনা হয়েছিল 'বাংলার ডেয়ারি'। ২০২১ সালে আত্মপ্রকাশ করে বাংলার ডেয়ারি। আজ থেকে এই দাম লাগু হয়েছে।

রাজ্যের কোন দুধের দাম কত?
বাংলার ডেয়ারির ওয়েবসাইট অনুযায়ী, সুপ্রিম দুধের ৫০০ মিলির প্যাকেটের দাম ২৬ টাকা। আয়ুশ টোনড মিল্কের ৫০০ মিলির দাম ২৫ টাকা। প্রাণশুদ্ধ কাউ মিল্কের ৫০০ মিলি প্যাকেটের দাম হয়েছে ২৪ টাকা। স্বাস্থ্য সাথী ডবল টোনড দুধের ৫০০ মিলি প্যাকেটের দাম ২১ টাকা। আয়ুশ টোনড মিল্কের ২০০ মিলি প্যাকেটের দাম ১১ টাকা করা হয়েছে। খোলা দুধের দাম লিটার প্রতি ৩৬ টাকা।   

তবে আমূল, রেড কাউ, মাদার ডেয়ারি দিল্লি এবং মেট্রো দুধের তুলনায় বাংলার ডেয়ারির দাম অনেকটাই কম। 

সুষম খাদ্য দুধের প্রয়োজনীয়তা প্রায় প্রতি ঘরেই। তবে, আমূল, রেড কাউ-এর মতো ব্র্যান্ডগুলির দাম বেশি হওয়ায়, বাংলার ডেয়ারির দুধের চাহিদা বেশি। কিন্তু, এরও দাম বাড়ায় বিরক্ত প্রকাশ করছে রাজ্যবাসী। একেতেই মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। চিকেন, ডিমের দামও বেড়েই রয়েছে। এর মধ্যে বাড়ল সুষম খাদ্য দুধের দামও। ফলে রোজকার প্রোটিনে খানিকটা হয়।

POST A COMMENT
Advertisement