scorecardresearch
 

বীরভূমের রামপুরহাটে দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়, কেমন আছেন মন্ত্রী?

Babul Supriyo Health Update: বীরভূমের রামপুরহাটে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়। তবে সুরক্ষিত রয়েছেন বাবুল সুপ্রিয়। কনভয়ের একটি গাড়ি অটোতে গিয়ে ধাক্কা মারে। ফলে অটো এবং নিরাপত্তারক্ষীদের গাড়ি উল্টে যায়।

Advertisement
মন্ত্রী বাবুল সুপ্রিয় মন্ত্রী বাবুল সুপ্রিয়
হাইলাইটস
  • বীরভূমের রামপুরহাটে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়র কনভয়
  • তবে সুরক্ষিত রয়েছেন বাবুল সুপ্রিয়

Babul Supriyo Health Update: বীরভূমের (Birbhum) রামপুরহাটে দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Minister Babul Supriyo) কনভয়। তবে সুরক্ষিত রয়েছেন বাবুল সুপ্রিয়। কনভয়ের একটি গাড়ি অটোতে গিয়ে ধাক্কা মারে। ফলে অটো এবং নিরাপত্তারক্ষীদের গাড়ি উল্টে যায়। ৪ জন নিরাপত্তারক্ষী, অটোচালক এবং একজন পথচারী-সহ সাতজন দুর্ঘটনায় জখম হন।

স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগান। এরপর ঘটনাস্থলে আসে সাঁইথিয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে সাঁইথিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, রামপুরহাটে (Rampurhat) একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন বাবুল। সেখানে নচিকেতার শো করার কথা ছিল। সাঁইথিয়া মুসরডা পেট্রল পাম্পের কাছে দুর্ঘটনার কবলে পড়েকনভয়। গাড়ির পিছনে থাকা একটি গাড়ির অটোর সঙ্গে সংঘর্ষ হয়। দু'টি গাড়িই উল্টে যায়। তাতে মন্ত্রীর বেশ কয়েক জন নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে খবর।

দুর্ঘটনার পর বাবুল চলে যান অনুষ্ঠানে। নিরাপত্তারক্ষীদের কারও হাত ভেঙেছে, কেউ মাথায় আঘাত পেয়েছেন, নাক থেকে রক্ত ঝরছে।

নচিকেতা এই শো'টি বাতিল করায় সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চান। তাঁর জায়গায় যান বাবুল। কনভয় দুর্ঘটনায় পড়লেও অপেক্ষা না করে অনুষ্ঠানে যোগ দিতে ছুটতে হয় তাঁকে।

Advertisement