Mithun vs. Kunal: ১০০ কোটি টাকার মানহানির মামলা মিঠুনের, 'চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাব,' পাল্টা হুঁশিয়ারি কুণালের

কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মিঠুন চক্রবর্তী। সংবাদমাধ্যমে কুণালের মন্তব্যের প্রেক্ষিতে এই মামলা দায়ের করেছেন তিনি।

Advertisement
১০০ কোটি টাকার মানহানির মামলা মিঠুনের, 'চিটফান্ডের জিনিসগুলো নিয়ে যাব,' পাল্টা হুঁশিয়ারি কুণালেরমিঠুন বনাম কুণাল: ১০০ কোটি টাকার মানহানির মামলা আদালতে
হাইলাইটস
  • কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মিঠুন চক্রবর্তী।
  • সংবাদমাধ্যমে কুণালের মন্তব্যের প্রেক্ষিতে এই মামলা দায়ের করেছেন তিনি।
  • অন্যদিকে পাল্টা মামলার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষও।

কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মিঠুন চক্রবর্তী। সংবাদমাধ্যমে কুণালের মন্তব্যের প্রেক্ষিতে এই মামলা দায়ের করেছেন তিনি। এর আগে মিঠুন ওই মন্তব্যের জন্য কুণালকে আইনি নোটিস পাঠিয়েছিলেন। কিন্তু নোটিসের জবাবে সন্তুষ্ট না হয়ে এবার মানহানির ক্ষতিপূরণ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

মিঠুনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণে কুণাল তাঁর পাশাপাশি পরিবারের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ও মিথ্যা মন্তব্য করেছেন। কুণাল তাঁর বিরুদ্ধে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ তুলেছেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়াকে নিজের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন। এছাড়াও, কুণাল মিঠুনের ছেলেকে ধর্ষণ মামলার সঙ্গে যুক্ত এবং স্ত্রীকে আর্থিক লেনদেনে জড়িত বলে উল্লেখ করেছেন।

মিঠুনের দাবি, এসব মন্তব্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক। এতে তাঁর সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তিনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মান জয়ী। কুণালের মন্তব্যের ফলে নতুন সিনেমা ও বিজ্ঞাপনের কাজে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পেশাগতভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাইকোর্টে মিঠুনের আবেদন, ক্ষতিপূরণ হিসাবে ১০০ কোটি টাকা দেওয়া হোক এবং কুণালকে এমন মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হোক।

সূত্রের খবর, মামলা করতে ইতিমধ্যেই ৫০ হাজার টাকা কোর্ট ফি জমা করেছেন মিঠুন। আদালত এখনও শুনানির তারিখ ঘোষণা করেনি।  

পাল্টা হুঁশিয়ারি কুণালের
অন্যদিকে পাল্টা মামলার হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষও। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল জানান, তিনিও মিঠুনের বিরুদ্ধে মানহানির মামলা করেছি। আইনজীবী অসুস্থ থাকায় বিলম্ব হচ্ছে বলে জানান কুণাল। তিনি বলেন, 'আমি এখনও নোটিস পাইনি, কিন্তু শুনেছি মিঠুনদা ১০০ কোটি টাকার মামলা করেছেন। আমি ওঁর বিরুদ্ধে মামলা করব। শীঘ্রই নোটিস পাঠাব।'

কুণাল আরও বলেন, 'যে কথায় কথায় দল বদল করে, তিনি আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। ছোটবেলায় নাকি নকশাল, তারপর জ্যোতি আঙ্কেল, আবার মুম্বইতে গিয়ে শিবসেনা হয়ে গেলেন। তারপর মুখ্যমন্ত্রী মমতা আমার বোন। এখন আবার বিজেপি হয়ে গেলেন।'

তিনি বলেন, 'এমনভাবে যে বারবার দল বদলায়, তাঁর নিজেরই কোনও মর্যাদা বা অবস্থান নেই। আমি শুধু অপেক্ষা করছিলাম যাতে চিটফান্ড মামলার সমস্ত নথি হাতে পাই। সেটা পেলেই আদালতে আর্জি জানাতাম, যাতে সমস্ত মামলা সিবিআই তদন্তের জন্য হস্তান্তরিত করা হোক। এখন উনি নিজেই যেচে এই পরিস্থিতি ডেকে এনেছেন। কোর্টে দেখা হবে।'

Advertisement

কুণাল মিঠুনের এই আইনি দ্বন্দ্ব সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। মিঠুনের মামলার প্রথম শুনানির দিকেই আপাতত তাকিয়ে সকলে। 

POST A COMMENT
Advertisement