মিঠুন চক্রবর্তী-- ফাইল ছবিপুরুলিয়ার প্রকাশ্য মঞ্চে বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার স্বীকার করলেন, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হারলে রাজ্যে বিজেপির অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। শহরের ট্যাক্সি স্ট্যান্ডে আয়োজিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক ও পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং বর্ষীয়ান নেতা রাহুল সিনহা।
সেখানেই মিঠুন খোলাখুলি বলেন, 'প্রত্যেক জায়গায় যাচ্ছি কারণ ২০২৬-এর ভোটে আমাদের জিততেই হবে। যেভাবেই হোক জিততে হবে। না হলে আমাদের অস্তিত্ব শেষ।'
সভা থেকে মিঠুনের আবেদন, বিজেপির প্রত্যেক কর্মী ও নেতা যেন ভোট পর্যন্ত ঐক্যবদ্ধ থাকে। তিনি বলেন, 'আমরা জিতলে আপনাদের জিত, আর আপনারা জিতলে আমাদের জিত। মনোমালিন্য মিটিয়ে অন্তত ভোট পর্যন্ত এক থাকুন।'
কালো টুপি, কালো চশমা, সাদা পোশাক ও গলায় ঘি রঙের উত্তরীয় পরে সভামঞ্চে হাজির হন ‘মহাগুরু’। সাম্প্রতিক সময়ে উত্তরবঙ্গে ‘দল চাইলে মুখ্যমন্ত্রী হব’ মন্তব্যে যেমন জল্পনা বাড়িয়েছিলেন, এদিনের বক্তব্যেও তেমনই নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
অন্যদিকে, রাহুল সিনহা সভায় অভিযোগ করেন, 'তৃণমূল বিএলও-দের ভয় দেখিয়ে নিজেদের মতো কাজ করাচ্ছে। আমরা নির্বাচন কমিশনে এর বিরুদ্ধে অভিযোগ জানাব।'
মিঠুনের এই আত্মসমালোচনামূলক বক্তব্যে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, ২০২৬ কি সত্যিই বাংলায় বিজেপির অস্তিত্বের লড়াইয়ের বছর হয়ে উঠতে চলেছে?