scorecardresearch
 
 

'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া', নিজে গান গেয়ে চমক 'র‍্যাপার' মদনের, দেখুন

মুক্তি পেল বিধায়ক মদন মিত্রের নিজের কণ্ঠস্বরে গান 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া'। র‍্যাপ, নাচে মাতালেন গান। পুজো উপলক্ষে মুক্তি পেল রাজনৈতিক গান 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া'। গানের কথায় আছে মা দুর্গা, মমতার উল্লেখ। 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' যার বাংলা করলে দাঁড়ায়- ভারত তার নিজের মেয়েকেই চায়।

'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' গানে বিধায়ক মদন মিত্র 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' গানে বিধায়ক মদন মিত্র
হাইলাইটস
  • মুক্তি পেল বিধায়ক মদন মিত্রের নিজের কণ্ঠস্বরে গান
  • র‍্যাপ, নাচে মাতালেন গান
  • পুজো উপলক্ষে মুক্তি পেল রাজনৈতিক গান 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া'

মুক্তি পেল বিধায়ক মদন মিত্রের (MLA Madan Mitra) নিজের কণ্ঠস্বরে গান 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' (India Wanna've her betiyaa)। র‍্যাপ, নাচে মাতালেন গান। পুজো উপলক্ষে মুক্তি পেল রাজনৈতিক গান 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া'। গানের কথায় আছে মা দুর্গা, মমতার উল্লেখ। 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' যার বাংলা করলে দাঁড়ায়- ভারত তার নিজের মেয়েকেই চায়। 'বাংলা নিজের মেয়েকে চায়' গানে একুশের বিধানসভা নির্বাচন কেঁপেছে। আগামী ২৪-এর নির্বাচনে মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চেয়ে এই গান বলেই ইঙ্গিত মিলছে। গানের মধ্যে দিয়েই বিজেপিকে এক হাত নিলেন মদন।

গানের র‍্যাপে নিজেকে 'কালারফুল বয়' বলেও জানিয়েছেন। তবে বেশি 'কালারফুল' নন তাও জানিয়ে দেন বৈ কী! উল্লেখ্য, দিন কয়েক আগে মমতা বন্দোপাধ্যায়ই তাঁকে বলেছিলেন, 'মদন খুব কালারফুল ছেলে', সে লাইনও ঢুকে গেছে তাঁর গানে। মদন মিত্র শুধু গানই গাননি। হলুদ পাঞ্জাবিতে নাচ, সেতার হাতেও দেখা যায় 'কালারফুল বয়' মদনকে। টুপি, শার্টে র‍্যাপার লুকেও তাক লাগিয়েছেন মদন। এক কথায় 'ওহ, লাভলি!'

একের পর হিট অরিজিনাল গান উঠে আসছে তৃণমূলের ঘর থেকে। দেবাংশুর 'খেলা হবে' ইতিমধ্যে ভাইরাল। মদনের এই গানও যে ভাইরাল হওয়ার পথে তা আর বলার অপেক্ষা রাখে না। আর দিন কয়েক পর উমা আসছে ঘরে। মমতার হাত ধরে আগামীতে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মদন। 

বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে আরও একটি গান গেয়েছিলেন মদন মিত্র 'ওহ লাভলি'। যা এখন সকলের মুখে মুখে ছড়িয়ে গেছে। এটিও রাজনৈতিক প্যারোডি গান। বিজেপিকে নিশানা করে গান রচনা করেছিলেন। সেবারও নিজের গলাতেই গান গান তিনি।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই চর্চায় থাকেন মদন মিত্র। রাজনৈতিক মহলে আদ্যপান্ত 'ভালো মানুষ' হিসেবে পরিচিত তিনি। তাই তাঁকে নিয়ে উন্মাদনাও আকাশ ছোঁয়া।