Monsoon Update In West Bengal: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কবে থেকে? যা জানাল হাওয়া অফিস

১৮ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার খুব সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সবচেয়ে বেশি গরম থাকবে।

Advertisement
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে কবে থেকে? যা জানাল হাওয়া অফিস আবহাওয়ার খবর
হাইলাইটস
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে ১৯ জুন সোমবার পর্যন্ত
  • কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ নিয়ে আশার কথা শোনাল আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা প্রবেশের কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে ১৯ জুন সোমবার পর্যন্ত। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধস হতে পারে।

উত্তরবঙ্গে বৃষ্টির হওয়ার কথা থাকলেও দক্ষিণবঙ্গের পরিস্থিতি এখনই বদল হচ্ছে না। বরং তাপপ্রবাহ চলবে আরও কয়েকদিন। ১৮ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ এবং গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকার খুব সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে সবচেয়ে বেশি গরম থাকবে। ১৯ জুন সোমবার থেকে দিনের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। ১৯ থেকে ২১ জুন দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর গতি আরও বাড়ার জন্য পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে। অর্থাৎ বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে। 

তবে, দক্ষিণবঙ্গে একেবারে শুষ্ক ওয়েদার থাকবে না। ১৮ তারিখ পর্যন্ত বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি হতে পারে। ১৯ ও ২০ তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে আগামী চারদিন দিনের তাপমাত্রায় কোনও পরিবর্তন হবে না। তারপর থেকে ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

 

TAGS:
POST A COMMENT
Advertisement