Monsoon Forecast In West Bengal: সুখবর! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ এই জেলাগুলিতে, রইল টাটকা আপডেট

অবশেষে অপেক্ষার অবসান। রবিবার দুপুরে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাতেও, আলিপুর দুয়ার ও কোচবিহারে। 

Advertisement
 সুখবর! ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ এই জেলাগুলিতে, রইল টাটকা আপডেটফাইল ছবি।
হাইলাইটস
  • অবশেষে অপেক্ষার অবসান।
  • রবিবার দুপুরে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়।

অবশেষে অপেক্ষার অবসান। রবিবার দুপুরে বৃষ্টির পূর্বাভাস কলকাতায়। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতার পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনাতেও, আলিপুর দুয়ার ও কোচবিহারে। 

গত কয়েক দিন ধরেই বৃষ্টির অপেক্ষায় রয়েছে শহরবাসী। তবে সে ভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি শহরে। মহানগরের বিভিন্ন প্রান্তে কয়েক ফোঁটা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। রবিবার সকাল থেকে মেঘলা আকাশ। বৃষ্টিও অধরা ছিল। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে আগামী ১৯ থেকে ২২ তারিখের মধ্যে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে আগামী ২ দিন দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে।

আগামী ১৯ তারিখ রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। বর্ষা পুরোপুরি না আসা পর্যন্ত কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। প্যাচপ্যাচে গরমে কাহিল হবেন মানুষজন। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের কারণে প্যাচপ্যাচে গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি রয়েছে। তবে বিকেলের দিকে ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিকেলের পর সামান্য স্বস্তি মিলতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করেছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং ও দার্জিলিঙের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে, মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহ চলবে।

 

TAGS:
POST A COMMENT
Advertisement