Local Train Time Table: শিয়ালদা সাউথে ভিড় কমাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? রইল টাইম টেবিল

রোজকারের যাতায়াতে কলকাতা ও শহরাঞ্চলের লাইফলাইন হল লোকাল ট্রেন। দ্রুত সস্তায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোনোর জন্য লোকাল ট্রেনের উপর ভরসা করেন লাখো লাখো মানুষ। এবার শিয়ালদা দক্ষিণ শাখায় যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, নতুন ৩টি লোকাল ট্রেন চালানো হবে সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। 

Advertisement
শিয়ালদা সাউথে ভিড় কমাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? রইল টাইম টেবিলপ্রতীকী চিত্র।
হাইলাইটস
  • শিয়ালদা দক্ষিণ শাখায় যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • নতুন ৩টি লোকাল ট্রেন চালানো হবে সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। 
  • যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোজকারের যাতায়াতে কলকাতা ও শহরাঞ্চলের লাইফলাইন হল লোকাল ট্রেন। দ্রুত সস্তায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছোনোর জন্য লোকাল ট্রেনের উপর ভরসা করেন লাখো লাখো মানুষ। এবার শিয়ালদা দক্ষিণ শাখায় যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, নতুন ৩টি লোকাল ট্রেন চালানো হবে সোনারপুর, বালিগঞ্জ ও ডায়মন্ড হারবারের মধ্যে। 

ট্রেনের সময়সূচি রইল

রেল সূত্রে জানা গিয়েছে, সোনারপুর ও ডায়মন্ড হারবারের মধ্যে চলবে একটি লোকাল ট্রেন। সোনারপুর থেকে একটি ইএমইউ স্পেশাল রওনা দেবে ভোর ৫টায়। দ্বিতীয় ট্রেনটি চলবে ডায়মন্ড হারবার ও বালিগঞ্জের মধ্যে। এই ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল সাড়ে ৬টায়। বালিগঞ্জ ও সোনারপুরের মধ্যে চলবে তৃতীয় ট্রেনটি। এই ট্রেনটি বালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৮টা ১৪ মিনিটে। 

সোনারপুর-ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটি এবার থেকে ভোর ৪টে ৪০ মিনিট নাগাদ। 

চলবে এসি লোকাল

অন্য দিকে, কলকাতার মেট্রোর মতোই এবার এসির হাওয়া খেতে খেতে লোকাল ট্রেনে সফর করার সুযোগ এনে দিচ্ছে পূর্ব রেল। দেশের অন্যান্য শহরের মতো এবার এ রাজ্যেও চলবে এসি লোকাল ট্রেন। ইতিমধ্যেই পূর্ব রেলের রানাঘাট স্টেশনে AC Local Train-এর রেক আনা হয়েছে। রেল সূত্রে খবর, শিয়ালদা-রানাঘাট রুটে চলবে এই এসি লোকাল ট্রেন। 

এসি লোকালে উঠলেই কত টাকা লাগবে?
 
রেল জানিয়েছে, এসি লোকাল ট্রেনে উঠলেই বেসিক ভাড়া লাগবে ২৯ টাকা। ১০ কিমি পর্যন্ত দূরত্বে এসি লোকাল ট্রেনের ভাড়া ধার্য করা হয়েছে ২৯ টাকা। 

জেনে নিন, এসি লোকাল ট্রেনের ভাড়া
*১০ কিমি পর্যন্ত দূরত্বে এসি লোকাল ট্রেনের ভাড়া ২৯ টাকা। 
*১১ থেকে ১৫ কিমি পর্যন্ত ভাড়া- ৩৭ টাকা। 
* ১০ কিমি দূরত্বের জন্য মান্থলি সিজন টিকিটের দাম- ৫৯০ টাকা
* ১১ থেকে ১৫ কিমি দূরত্বের মধ্যে এই ভাড়া- ৭৮০ টাকা

Advertisement

POST A COMMENT
Advertisement