বাংলায় ৪ লক্ষের বেশি মানুষের কাছে ৯টিরও বেশি SIM, চাঞ্চল্যকর তথ্য

রাজ্যে মোবাইল সিম কার্ড সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংসদে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী পেমমাসানি চন্দ্র শেখর জানিয়েছেন যে, রাজ্যে ৪,০৫,৩০৭ জন ব্যক্তি রয়েছেন, যাদের প্রত্যেকের কাছে নটির বেশি সিম কার্ড রয়েছে।

Advertisement
বাংলায় ৪ লক্ষের বেশি মানুষের কাছে ৯টিরও বেশি SIM, চাঞ্চল্যকর তথ্য
হাইলাইটস
  • রাজ্যে মোবাইল সিম কার্ড সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
  • সংসদে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী পেমমাসানি চন্দ্র শেখর জানিয়েছেন যে, রাজ্যে ৪,০৫,৩০৭ জন ব্যক্তি রয়েছেন, যাদের প্রত্যেকের কাছে নটির বেশি সিম কার্ড রয়েছে।

রাজ্যে মোবাইল সিম কার্ড সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সংসদে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় যোগাযোগ ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী পেমমাসানি চন্দ্র শেখর জানিয়েছেন যে, রাজ্যে ৪,০৫,৩০৭ জন ব্যক্তি রয়েছেন, যাদের প্রত্যেকের কাছে নটির বেশি সিম কার্ড রয়েছে। এই তথ্য প্রকাশ্যে আসতেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে— কেন এত সংখ্যক সিম কার্ড প্রয়োজন? এগুলো কি কোনো অবৈধ কাজে ব্যবহার করা হচ্ছে?

৫ বছরে ১৩ লক্ষের বেশি সিম কার্ড বন্ধ
টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) জানিয়েছে, গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে ১৩,৫৯,৯৩৪টি মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসব সংযোগ পুনরায় যাচাইয়ের পরই কেটে দেওয়া হয়, কারণ এগুলো নির্ধারিত সীমার বাইরে চলে গিয়েছিল বা সন্দেহজনক ছিল।

সীমাবদ্ধতা কি জারি হবে পশ্চিমবঙ্গে?
বিভিন্ন রাজ্যে সিম কার্ড ব্যবহারে কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন জম্মু ও কাশ্মীর, আসাম এবং উত্তর-পূর্ব অঞ্চলে প্রতি ব্যক্তির সর্বোচ্চ ৬টি সিম রাখার অনুমতি আছে। তবে পশ্চিমবঙ্গে এমন কোনও বিধিনিষেধ চালুর পরিকল্পনা আপাতত নেই বলে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নজরদারি
DoT এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে অতিরিক্ত বা প্রতারণামূলক সংযোগ চিহ্নিত করছে। বিশ্লেষণের পর এই তথ্য টেলিকম পরিষেবা প্রদানকারীদের (TSP) সঙ্গে ভাগ করা হচ্ছে এবং একটি নিরাপদ ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্মের (DIP) মাধ্যমে পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

প্রশ্ন উঠছে – কেন এত সিম?
এত সংখ্যক সিম কার্ড ব্যবহারের কারণ নিয়ে বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় ভাবছেন—
প্রতারণামূলক কাজ: বিভিন্ন সাইবার ক্রাইম, ব্যাঙ্ক জালিয়াতি, অনলাইন প্রতারণা এবং ফেক কল সেন্টারের মাধ্যমে মানুষকে প্রতারণা করার জন্য একাধিক সিম ব্যবহার করা হতে পারে।

তথ্য গোপন: একই ব্যক্তি আলাদা পরিচয়ে একাধিক সিম ব্যবহার করে তথ্য গোপন করতে পারে।
নকল পরিচয়ে সিম নেওয়া: অনেক ক্ষেত্রেই চুরি যাওয়া বা জাল পরিচয়পত্র ব্যবহার করে একাধিক সিম নেওয়া হয়।

Advertisement

অবৈধ ব্যবসা: বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা নিরাপত্তা এড়াতে বারবার সিম পরিবর্তন করে।
এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর টেলিকম সংস্থাগুলোর দায়িত্ব আরও বেড়েছে। যেহেতু DoT ইতিমধ্যেই AI ও বিগ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে সন্দেহজনক সংযোগ চিহ্নিত করছে, তাই ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে, পশ্চিমবঙ্গে এখনই সিম সীমাবদ্ধতার নিয়ম চালু না হলেও, বিষয়টি প্রশাসনের বিশেষ নজরে রয়েছে। সাইবার অপরাধ ও প্রতারণা কমাতে কঠোর নজরদারির প্রয়োজনীয়তা এখন অনেকটাই স্পষ্ট।

 

POST A COMMENT
Advertisement