Murshidabad: নওদায় TMC সাংসদের গাড়ির ধাক্কা মৃত ৬ বছরের শিশু

তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু ৬ বছরের শিশুর। সাংসদ নওদা থেকে বহরমপুরের দিকে আসছিলেন। নওদা বাজারের কাছে ঘটনাটি ঘটে। 

Advertisement
নওদায় TMC সাংসদের গাড়ির ধাক্কা মৃত ৬ বছরের শিশুপ্রতীকী ছবি
হাইলাইটস
  • তৃণমূল সাংসদ আবু তাহেরের গাড়ির ধাক্কায় মৃত্যু ৬ বছরের শিশুর
  • নওদা বাজারের কাছে ঘটনাটি ঘটে

Murshidabad Car Accident: তৃণমূল সাংসদ আবু তাহেরের (TMC MP Abu Taher) গাড়ির ধাক্কায় মৃত্যু ৬ বছরের শিশুর। সাংসদ নওদা থেকে বহরমপুরের দিকে আসছিলেন। নওদা বাজারের কাছে ঘটনাটি ঘটে। 

সংবাদমাধ্যম সূত্রে খবর, আবু তাহের তাঁর নওদার বাড়ি থেকে বহরমপুরে আসছিলেন। সেসময় নওদা বাজারের এলাকায় তাঁর গাড়ির সামনে একটি শিশু চলে আসে। শিশুটিকে সরাসরি ধাক্কা মারে সাংসদের গাড়ির চালক। গুরুতর জখম হয় শিশু। স্থানীয় লোকজন ছুটে আসেন। মায়ের সঙ্গে ব্যাঙ্কে শিশুটি এসেছিল। দুর্ঘটনা ঘটার সময় ঘটনাস্থলে শিশুটির মা ছিল না বলে জানা যায়। তীব্র রক্তক্ষরণের পর শিশুটিকে বাঁচানো যায়নি।

আবু তাহের অবশ্য মন্তব্য, দুর্ভাগ্যজনক! শিশুটি হঠাৎ গাড়ির সামনে চলে এসেছিল। চালকের কিছু করার ছিল না। নিজের গাড়িতেই হাসপাতালে নিয়ে আসি। এই মর্মান্তিক ঘটনায় যা যা করার। যা ক্ষতিপূরণ দেওয়ার সব করা হবে বলে জানান সাংসদ। দুর্ঘটনা ঘটার পর মাকে দেখা যায়নি। খানিকক্ষণ পরে দুর্ঘটনাস্থলে আসে। 

ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন শিশুটির বাবা। কেন দ্রুত গতিতে গাড়ি চালানো হচ্ছিল? দাবি করেন তিনি।

POST A COMMENT
Advertisement