Murshidabad Babri Masjid: হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসে বাধা নেই হাইকোর্টের, আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যের

মুর্শিদাবাদের বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শান্তি বজায় রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্যের। সেই সঙ্গে বলা হয়েছে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা যেতে পারে।

Advertisement
হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসে বাধা নেই হাইকোর্টের, আইনশৃঙ্খলার দায়িত্ব রাজ্যেরফাইল ছবি
হাইলাইটস
  • মুর্শিদাবাদের বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট।
  • ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শান্তি বজায় রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্যের।

মুর্শিদাবাদের বাবরি মসজিদ সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শান্তি বজায় রাখা ও আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব রাজ্যের। সেই সঙ্গে বলা হয়েছে, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা যেতে পারে।

মামলাটি হুমায়ুন কবিরের মসজিদ নির্মাণ সংক্রান্ত কর্মসূচি নিয়ে উঠেছিল। জনস্বার্থ মামলায় অভিযোগ ছিল, মসজিদ নির্মাণ সংবিধানবিরোধী। কিন্তু আদালত শুক্রবার নির্দেশ দিয়েছে, এই বিষয়ে তারা হস্তক্ষেপ করবে না। অর্থাৎ, হুমায়ুনের মসজিদের শিলান্যাসে আপাতত কোনও আইনি বাধা নেই।

বেঞ্চের নির্দেশে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনত না হয়, তা নিশ্চিত করতে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

হুমায়ুন ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিন বেলডাঙায় ওই নামের মসজিদের শিলান্যাস করবেন। যদিও তৃণমূল দল তাঁর সঙ্গে দূরত্ব বজায় রাখছিল, দলের সিদ্ধান্তে তাঁকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছিল। বিধায়ক হুমায়ুন জানিয়েছেন, পূর্বঘোষণা অনুযায়ী তিনি শিলান্যাস সম্পন্ন করবেন এবং ২২ ডিসেম্বর নতুন দল গঠনের ঘোষণা দেবেন।

উল্লেখ্য, শুক্রবার সকালেই হুমায়ুন কবির মসজিদের জন্য নির্ধারিত জায়গায় পৌঁছন। এলাকা ঘুরে দেখেন তিনি। হুমায়ুন বলেন, 'আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না। হাইকোর্ট জানিয়েছে আমি বেআইনি কিছু করছি না, তাই রাজ্য প্রশাসন স্বাভাবিকভাবে সাহায্য করবে। আমার দু’হাজার ভলান্টিয়ার থাকবে, আমি প্রশাসনকে সাহায্য করব।'

 

POST A COMMENT
Advertisement