মুর্শিদাবাদে বিস্ফোরণ। (আগুনের ছবি প্রতীকী)মুর্শিদাবাদে ঘরে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল গভীর রাতের ঘটনা। মুর্শিদাবাদের সাগরপাড় এলাকা হঠাৎই প্রচণ্ডে শব্দে কেঁপেওঠে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদ ফেটে ধসে পড়ে।
বাড়ির মালিক মামুন মোল্লা। বিস্ফোরণে তার মৃত্যু হয়। এছাড়াও সাকিরুল সরকার এবং মুস্তাকিন এসকে নামের দুইজনের এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে। বাড়িটিতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় কোনওভাবে বোমা ফেটে গিয়ে তাদের মৃত্যু হয়।
মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত খোয়েরতলা এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন, মুস্তারিন সাগরপাড়ারই মহরব কলোনির বাসিন্দা। এভাবে ঘনবসতিপূর্ণ এলাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে কীভাবে বোমা বাঁধার কাজ চলছিল, তাই নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কী উদ্দেশ্যে বোমা বাঁধা হচ্ছিল, এর সঙ্গে কোন বড় চক্রের যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, গত বুধবার রাতেই মগরার কালীতলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ডাকাতি করে পালানোর সময় পুলিশের নাকা চেকিং এড়াতে বোমা ছোড়া হয়। তবে সাহসিকতার পরিচয় দিয়ে, এরপরেও বাইক সওয়ার ৪ দুষ্কৃতীদের ধাওয়া করেন পুলিশকর্মীরা। এরপর দু'জনকে ধরে ফেলে মগরা থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
ফলে বোমা স্রেফ দুষ্কৃতীদের বিক্রির উদ্দেশ্যে, নাকি বৃহত্তর নাশকতার ছকে বানানো হচ্ছিল, এখন সেই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের।