Sonarpur Oil: গড়িয়ায় তেলের খনি? দেওয়াল চুঁইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ করল ONGC

বাড়ির দেওয়াল থেকে চুঁইয়ে পড়েছিল তেল। ঘটনাস্থল কলকাতার অদূরে গড়িয়ায়। এবার সেখানে কি খনিজ তেলের সন্ধান মিলবে? তা জানার জন্য এবার সেই বাড়ি থেকে তেলের নমুনা সংগ্রহের কাজ শেষ হল। তেলের নমুনা সংগ্রহ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিকাল ডিপার্টমেন্টের সদস্যরা। নমুনা পরীক্ষার পর জানা যাবে আসল কারণ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির নীচ থেকেই উঠছে এই তেল। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে ONGC। তারাও খতিয়ে দেখছে। 

Advertisement
গড়িয়ায় তেলের খনি? দেওয়াল চুঁইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ করল ONGCঘরের দেওয়াল বেয়ে গড়াচ্ছে তেল।
হাইলাইটস
  • বাড়ির দেওয়াল থেকে চুঁইয়ে পড়েছিল তেল।
  • ঘটনাস্থল কলকাতার অদূরে রাজপুর-সোনারপুর এলাকায়।
  • ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে ONGC।

বাড়ির দেওয়াল থেকে চুঁইয়ে পড়েছিল তেল। ঘটনাস্থল কলকাতার অদূরে গড়িয়ায়। এবার সেখানে কি খনিজ তেলের সন্ধান মিলবে? তা জানার জন্য এবার সেই বাড়ি থেকে তেলের নমুনা সংগ্রহের কাজ শেষ হল। তেলের নমুনা সংগ্রহ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিকাল ডিপার্টমেন্টের সদস্যরা। নমুনা পরীক্ষার পর জানা যাবে আসল কারণ। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মাটির নীচ থেকেই উঠছে এই তেল। ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছে ONGC। তারাও খতিয়ে দেখছে।


প্রসঙ্গত, রাজপুর সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার। তাঁরা প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এই বাড়িতে বসবাস করছেন। বছরখানেক আগে তাঁরা খেয়াল করেন বাড়ির একাংশ থেকে তেল বার হচ্ছে। বিষয়টি তাঁরা জানান পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও নরেন্দ্রপুর থানায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ তুহিন ঘোষ নমুনা পরীক্ষার জন্য ওই বাড়িতে যান। ঘটনাস্থলে যায় রাজপুর-সোনারপুর পুরসভার প্রতিনিধি ও নরেন্দ্রপুর থানার পুলিশ। 

তবে এই তেল কেন বার হচ্ছে, তার উৎস খোঁজার চেষ্টা করেছিলেন বাড়ির মালিকও। কিন্তু রহস্য সমাধান করতে পারেননি। ১৯৭৪ সালে বাড়িটি তৈরি হয়েছিল। তখন এই ঘটনা ঘটেনি। ২০২৩ সালে বাড়িটির সংস্কার হয়। তারপর থেকেই তেল চুঁইয়ে পড়তে থাকে। প্রথম কম হলেও সেটা পড়ে বেড়ে যায়।


সংবাদদাতাঃ প্রসেনজিৎ সাহা
 

POST A COMMENT
Advertisement