 কোন্নগর-নবগ্রামে ফ্ল্যাট তৈরির সময়ে দুর্ঘটনা
কোন্নগর-নবগ্রামে ফ্ল্যাট তৈরির সময়ে দুর্ঘটনাফের বহুতল তৈরির সময়ে দুর্ঘটনা। বৃহস্পতিবার হুগলির নবগ্রামে পুরনো দেওয়াল ভেঙে মৃত্যু হল দুই শ্রমিকের। গার্ডেনরিচ, বিরাটির পর নবগ্রামের এই ঘটনায় নির্মাণকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক ঘটনার পরেও নিরাপত্তা সতর্কতা নিয়ে প্রোমোটিং সংস্থাগুলির উদাসীনতা ঘিরেও উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, নবগ্রামের নবচক্র পাড়ায় ৩ নম্বর স্কুলের কাছে এই ঘটনাটি ঘটে। পুরানো বাড়ির জায়গায় প্রোমোটিং করা হচ্ছে। মূল জমিতে ফ্ল্যাট তৈরির কাজ হলেও, বাউন্ডারির পুরনো দেওয়ালই রেখে দেওয়া হয়েছিল। সেই বাড়িরই পুরানো দেওয়াল হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের। মৃতের নাম শ্যামল দাস। গুরুতর আহত হন আরও দুই। অন্য শ্রমিক ও স্থানীয়দের উদ্যোগে তাঁদের উত্তরপাড়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে আহত সোনা শীলকে উত্তরপাড়া থেকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে পথেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে সেখানে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। ঘটনার জেরে সেখানে রীতিমতো ভিড় জমে যায়। শুরু হয় তীব্র উত্তেজনা। নির্মাণ কাজের সময়ে নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়দের একাংশ। তাঁদের অভিযোগ, নিরাপত্তা বিধি ছাড়াই কাজ চলছিল।
সূত্রের খবর, পুরানো এই দেওয়ালের গা ঘেঁষেই প্রচুর নির্মাণ সামগ্রী রাখা ছিল। অন্যদিকে ভিত কাটার সময়ে দেওয়ালের এক পাশের অনেকটা মাটি সরানো হয়েছিল। একে পুরানো দেওয়াল, তার উপর তলা থেকে তার ভিত নড়বড়ে হয়ে যায়। সেই কারণেই সম্ভবত সেটি ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপাড়া থানার পুলিশ।