Nadia: নাবালিকাকে 'খুন' করে পুঁতে রেখেছিল প্রেমিক, নারায়ণপুরে হাড়হিম করা ঘটনা

যুবকের বিরুদ্ধে নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার নারায়নপুরের। 

Advertisement
নাবালিকাকে 'খুন' করে পুঁতে রেখেছিল প্রেমিক, নারায়ণপুরে হাড়হিম করা ঘটনা

যুবকের বিরুদ্ধে নাবালিকাকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ। ঘটনাটি নদিয়ার ভীমপুর থানার নারায়নপুরের। 

গত ২১ নভেম্বর থেকে নিখোঁজ ছিল নাবালিকা। হন্যে হয়ে খুঁজেও কোনও হদিশ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন নাবালিকার দাদু। তদন্তে জানা যায়, নারায়াণপুরেরই এক যুবক, ফারুক মণ্ডলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাবালিকার।

গ্রামবাসীদের কাছে খোঁজখবর নিয়ে জানা যায়, প্রায়শই দু'জনকে এলাকায় একসঙ্গে দেখা গিয়েছে। এরপরেই ফারুককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। 

প্রথমে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করে ফারুক। কিন্তু পরে জেরায় একসময় ভেঙে পড়ে। জানায়, নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করেছে সে। তারপর দেহ লোপাটের জন্য, নারায়ণপুর গ্রামেই একটি ফাঁকা জায়গায় মাটি চাপা দেয়। 

এরপর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কঠোর পাহারার ব্যবস্থা করা হয়। রবিবার ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে দেহ উদ্ধারের ব্যবস্থা করা হয়। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অভিযুক্তকে জেরা করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে পুলিশ। 

POST A COMMENT
Advertisement