2002 Voter List: ২০০২ ভোটার লিস্টে নাম নেই নদিয়ার তৃণমূল নেতার, 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলল দল

নদিয়ার তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সহ সভাধিপতির নাম বাদ পড়েছে ২০০২ সালের ভোটার লিস্ট থেকে। ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন তিনি।

Advertisement
২০০২ ভোটার লিস্টে নাম নেই নদিয়ার তৃণমূল নেতার, 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলল দলনদিয়ার তৃণমূল নেতা সজল বিশ্বাস
হাইলাইটস
  • নদিয়ার তৃণমূল নেতার নাম নেই ২০০২ ভোটার লিস্টে
  • ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত
  • দাবি তৃণমূল কংগ্রেসের

বাংলাদেশি নাগরিকের তকমা লাগল নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি তথা তৃণমূল নেতা সজল বিশ্বাসের গায়ে। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে রানাঘাট মহকুমা শাসকের কাছে। জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা সজল বিশ্বাস সহ তাঁর পরিবারের সদস্যদের। যা ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। 

প্রসঙ্গত, SIR প্রক্রিয়ায় ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলে আর কোনও নথি দেখাতে হবে না সেই ব্যক্তিকে। এদিকে, সজলের নাম না থাকায় তরজা শুরু হয়েছে। এ বিষয়ে সজল বিশ্বাস বলেন,'স্কুল থেকে কলেজ এখানেই পড়াশোনা করেছি। ২০০২ সালে ১৭ বছর বয়স ছিল। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।'

রানাঘাট উত্তর পশ্চিমের BJP বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সজল বিশ্বাসের নাম কাটা যাওয়া প্রসঙ্গে বলেন, 'SIR চালু হওয়ার পর থেকেই একের পর এক এ ধরনের তথ্য প্রকাশ্যে আসছে, এটা নতুন কিছু নয়।' অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ পড়ে, তাহলে দল বৃহত্তর আন্দোলনে নামবে। 

এদিকে, ঠিক যে দিন, বাড়ি বাড়ি গিয়ে BLO-রা এনিউমারেশন ফর্ম ফিল-আপ শুরু করবেন, সে দিনই SIR নিয়ে পথে নামছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। মিছিল করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৪ নভেম্বর, মঙ্গলবার দুপুর দেড়টায় রেড রোডে, বিআর আম্বেদকরের মূর্তির সামনে থেকে এই মিছিল শুরু হবে। জোড়াসাঁকো পর্যন্ত যাবে মিছিল। 

 

POST A COMMENT
Advertisement