Naihati Boroma-Maa Tara: আশ্চর্য! কালীপুজোয় মুখোমুখি নৈহাটির বড়মা ও তারাপীঠের তারা

আজকের নেট দুনিয়ায় সবকিছুই হাতের মুঠোয়। এবার নৈহাটির ‘বড়মা’-র সঙ্গে তারাপীঠের মা তারার ‘সাক্ষাৎ’ হলো ভিডিয়ো কলের মাধ্যেমে। এমনই বিরল ও চমকপ্রদ ঘটনা ঘটালেন নৈহাটির বড় কালীপুজোর কর্মসমিতির সদস্যরা।

Advertisement
আশ্চর্য! কালীপুজোয় মুখোমুখি নৈহাটির বড়মা ও তারাপীঠের তারানৈহাটির বড় মা ও তারাপীঠের তারা মা মুখোমুখি!
হাইলাইটস
  • নৈহাটির ‘বড়মা’-র সঙ্গে তারাপীঠের মা তারার ‘সাক্ষাৎ’ হলো ভিডিয়ো কলের মাধ্যেমে।
  • বিরল ও চমকপ্রদ ঘটনা ঘটালেন নৈহাটির বড় কালীপুজোর কর্মসমিতির সদস্যরা।
  • বৃহস্পতিবার দুপুর ৩টে ৫ নাগাদ অমাবস্যা তিথি শুরু হয়।

নৈহাটির ‘বড়মা’-র সঙ্গে ‘সাক্ষাৎ’ তারাপীঠের মা তারার। না, সামনা সামনি সাক্ষাৎ নয়। ভার্চুয়ালি সাক্ষাৎ। ব্যাপারটা একটু সহজ করা যাক,

আজকের নেট দুনিয়ায় সবকিছুই হাতের মুঠোয়। এবার নৈহাটির ‘বড়মা’-র সঙ্গে তারাপীঠের মা তারার ‘সাক্ষাৎ’ হলো ভিডিয়ো কলের মাধ্যেমে। এমনই বিরল ও চমকপ্রদ ঘটনা ঘটালেন নৈহাটির বড় কালীপুজোর কর্মসমিতির সদস্যরা।

নৈহাটির বড়মা-ই হোক বা তারাপীঠের মা তারা, দুই জায়গাতেই সারাবছর থাকে উপচে পড়া ভিড়। আর কালীপুজোর মতো দিনে তো আরও বেশি ভিড় থাকে। এদিনও সকাল থেকেই সেই চেনা ছবিটাই ছিল। নৈহাটির বড়মাকে দেখতে ভক্তদের ঢল নামে নৈহাটি স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে। অন্যদিকে তারাপীঠেও একই ছবি। নৈহাটির বড়মার পুজো ১০১তম বর্ষে পা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর ৩টে ৫ নাগাদ অমাবস্যা তিথি শুরু হয়। আর তারপরই এই অভিনব সাক্ষাৎপর্ব শুরু হয়। পুরোটাই ভিডিও কল মারফত...।

কালীপুজোর দিন সকাল থেকেই শুরু হয় মাকে সাজানোর কাজ। ১০১ ভরি সোনার গয়নায় সাজানো হয়েছিল নৈহাটির বড়মাকে। মন্দির চত্বরে কড়া নিরাপত্তা ছিল। যত সময় গড়িয়েছে, তত পাল্লা দিয়ে ভক্তদের ভিড় বেড়েছে। তবে অনেকে চাইলেও পুজো দিতে যেতে পারেন না। তাঁদের জন্য এবার অন্য ব্যবস্থা ছিল। প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে পুজো দেওয়ার সুযোগ করে দিয়েছিল কমিটি। তাতে উপকৃত হন প্রায় এক লক্ষের বেশি ভক্ত। এক লক্ষের বেশি ভক্তরা অনলাইনে পুজো দেওয়ার অনুরোধ করেছেন বলে জানা গিয়েছে।

মূল পুজো শুরুর আগে তারাপীঠ মন্দির থেকে একটি ভিডিয়ো কল করা হয় নৈহাটির বড়মার মন্দিরে। প্রায় ২৫০ কিলোমিটার দূরে থেকেও প্রযুক্তির সুবাদে মুখোমুখি হন নৈহাটির বড়মা এবং তারাপীঠের মা তারা। সেই বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন ভক্তরা।

এই ভিডিয়ো কলের পরেই আচার মেনে শুরু হয় পুজো। বৃহস্পতিবার রাত ১১টায় নৈহাটিতে পরম্পরা মেনে সবার আগে শুরু হয় বড়মার পুজো। ভক্তদের ভিড় উপচে পড়ে। রাত ১টায় অঞ্জলি হয়। 

পুজোর দিন ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর সেই কারণেই নিরাপত্তা ছিল আঁটোসাঁটো। পুজো দিতে গিয়েছিলেন TMC সাংসদ পার্থ ভৌমিকও।

সংবাদদাতা: দীপক দেবনাথ

Advertisement

POST A COMMENT
Advertisement