পুজোর মুখে মুরগির মাংসের দাম বাড়তে পারে রাজ্যে? নাকি কমার সম্ভাবনা? প্রশ্নগুলি উঠছে, কারণ বার্ড ফ্লু। ভয়াবহ এই রোগ নিয়ে সতর্ক করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সতর্কতার পরেই বাংলা-ওড়িশা সীমানায় নাকা চেকিং শুরু। দিঘার সীমানাতেও পুলিশ ২৪ ঘণ্টা চেকিং চালাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা, এগরা এলাকার সোলপাট্টা, পশ্চিমের মোহনপুর-সহ এলাকায় ব্যাপক নজরদারি চালাচ্ছে পুলিশ।
ওড়িশার মুরগি বাংলায় নয়
বার্ড ফ্লু নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, 'আমাদের কাছে খবর এসেছে ওড়িশায় বার্ড ফ্লু হচ্ছে । ইতিমধ্যেই প্রাণী সম্পদ দফতরের তরফ থেকে এই নিয়ে আমাদের সতর্ক করা হয়েছে । আমি ইতিমধ্যেই ওই রাজ্যের সীমান্ত সিল করার নির্দেশ দিয়েছি । বিশেষ করে মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বিশেষ নজরদারির কথা বলা হয়েছে।' ইতিমধ্যেই বাংলার সীমানা সিল করারও নির্দেশ দিয়েছেন মমতা। মমতার আশঙ্কা, রেলপথেও ওড়িশা থেকে মুরগি রাজ্যে ঢুকতে পারে। তাই মুখ্যসচিবকে রেলের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন তিনি।
সীমানা সিল করার নির্দেশ
মমতার সাফ কথা, ওড়িশার মুরগি যাতে বাংলায় না ঢোকে। বলেন, 'ব্যবসা করার ক্ষেত্রে আমার আপত্তি নেই। কিন্তু পচা জিনিস নিয়ে এসে মানুষের অসুস্থ করে ফেলা সমর্থনযোগ্য নয়। আমি অফিসারদের নির্দেশ দিচ্ছি, সীমান্ত সিল করা হোক। যাতে ওড়িশার মুরগি বাংলায় না ঢোকে। ওড়িশায় অসুখ সেরে গেলে আমরা ওদের জিনিস নেব। কিন্তু মানুষকে বিপদে ফেলে এটা করতে দেওয়া যায় না। বার্ড ফ্লু যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ রাজ্য সরকারের সব নির্দেশ মানতে হবে।'
বার্ড ফ্লু কি বাংলায় হচ্ছে?
বার্ড ফ্লু কি বাংলায় হচ্ছে? এই প্রসঙ্গে মমতা বলেন, 'যারা ব্যবসা করতে চান করুন আপত্তি নেই । কিন্তু পচা জিনিস নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না । বাংলায় এখনও পর্যন্ত এ ধরনের কোনও খবর নেই । যেহেতু প্রতিবেশী রাজ্যে এই সমস্যা হচ্ছে তাই আমাদের সতর্ক থাকতে হবে ।'