'তৃণমূলের অপশাসন চলছে পশ্চিমবঙ্গে। একমাত্র ভরসা BJP। বঙ্গে পা রাখার আগেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা-ও গোদা বাংলায় লিখে। এক্স পোস্ট করে তাঁর জনসভায় যোগ দেওয়ার জন্য সাধারণ মানুষকে আহ্বানও জানালেন।
কী বার্তা মোদীর?
গত মে মাসে উত্তরবঙ্গে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। তার ঠিক ৫০ দিনের মাথায় দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে জনসভা করবেন। তার আগে বৃহস্পতিবার রাতে এক্স পোস্টে তিনি লেখেন, ‘তৃণমূলের অপশাসনে ভুগছে পশ্চিমবঙ্গ। সেখানকার মানুষ BJP-কেই ভরসা করছেন। মানুষ জানেন, BJP-ই একমাত্র উন্নয়ন আনতে পারে। ১৮ জুলাই আমি দুর্গাপুরে BJP-র সভায় ভাষণ দেব। আপনারা সকলে আসুন।’ পশ্চিমবঙ্গে আসার জন্য তিনি উদগ্রীব হয়ে রয়েছেন বলেও জানিয়েছেন মোদী। জনসভার আগে দুর্গাপুরে একটি অনুষ্ঠানে তেল, গ্যাস, বিদ্যুৎ, রেল এবং সড়ক সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি ৫ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের কয়েকটি প্রকল্পের উদ্বোধনও করবেন।
মোদীর কর্মসূচি
শুক্রবার দুপুর ২টো নাগাদ অণ্ডাল বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে যাবেন। যাত্রাপথের শেষ তিন কিলোমিটার ধরে রাস্তার দু’পাশে BJP কর্মীদের জমায়েত থাকবে। প্রধানমন্ত্রীর কনভয় ঘিরে পুষ্পবৃষ্টি হবে। ২.৩০ নাগাদ তিনি প্রশাসনিক সভার মঞ্চে পৌঁছবেন। সেখানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পর তিনি যাবেন রাজনৈতিক সভায়।
প্রধানমন্ত্রীর সভার আগে দুর্গাপুরে সাজ সাজ রব। শুক্রবার সকাল থেকে দুর্গাপুরে বাড়ি বাড়ি ঘুরবেন প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সভায় মানুষকে আমন্ত্রণ জানাবেন। বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সৌমিত্র খাঁ, জ্যোতির্ময় মাহাতোরা দুর্গাপুরেই রয়েছেন। শমীক ভট্টাচার্যও বৃহস্পতিবার বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর জনসভার কার্ড বিলি করেছেন।