Naushad Siddiqui at Nabanna: নবান্নে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, কী কথা হল?

সোমবার হঠাৎ নবান্নে পৌঁছে গেলেন নওশাদ সিদ্দিকি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২৫ মিনিট ধরে বৈঠক করেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা। নওশাদ জানালেন, তাঁর বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে অভিযোগ জানাতেই নবান্নে এসেছেন তিনি। 

Advertisement
নবান্নে হঠাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নওশাদ সিদ্দিকীর, কী কথা হল?হঠাৎ নবান্নে নওশাদ সিদ্দিকি, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে।

সোমবার হঠাৎ নবান্নে পৌঁছে গেলেন নওশাদ সিদ্দিকি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২৫ মিনিট ধরে বৈঠক করেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা। নওশাদ জানালেন, তাঁর বিধায়ক তহবিলের টাকা খরচ করতে দেওয়া হচ্ছে। সেই বিষয়ে অভিযোগ জানাতেই নবান্নে এসেছেন তিনি। 

এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ নওশাদ সিদ্দিকির সাদা এসইউভি এসে নবান্নে প্রবেশ করে। সঙ্গে সঙ্গে তুঙ্গে ওঠে জল্পনা। প্রায় ২৫ মিনিট বৈঠকের পর বেরিয়ে আসেন তিনি। বেরিয়ে গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন নওশাদ। তিনি জানান, দীর্ঘদিন ধরে তাঁর MLALAD- অর্থাৎ বিধায়ক তহবিলের টাকা খরচে বাধা আসছে। সেই অভিযোগ করতেই মুখ্যমন্ত্রী সঙ্গে আলোচনা করেন। তিনি বলেন, 'বিধানসভাতেও এই বিষয়টি তুলেছিলাম যে এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না। ফেলে রাখছে। তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে।'

নওশাদ আরও বলেন, 'আমার আড়াই বছর নষ্ট করেছে। আমাকে কোনও কাজ করতে দেওয়া হচ্ছে না... এদিকে মুখ্যমন্ত্রী নিজেই বিধানসভায় দল নির্বিশেষে উন্নয়নমূলক কাজ করতে বলছেন।' নওশাদের দাবি, পরিকল্পিতভাবে পঞ্চায়েত সমিতি তাঁর টাকা বিভিন্ন প্রকল্পে খরচ করছে না। এর ফলে এলাকার উন্নয়ন বিঘ্নিত হচ্ছে। 

শুধু তাই নয়, নওশাদ সিদ্দিকি জানান, এই কাজে বাধা দিচ্ছেন যাঁরা, তাঁরাই আবার স্থানীয় মানুষদের বোঝাচ্ছেন যে এমএলএ কোনও কাজ করছেন না। এদিকে তাঁরাই টাকা আটকে রাখছেন। 

ভাঙড়ের বিধায়ক বলেন, 'আমি সর্বোচ্চ পর্যায়ে এসেছি। এরপরে কাজ না হলে কিছু করার নেই।'

নওশাদ এক ধাপ এগিয়ে বলেন, 'আমাকে যদি টাকা খরচ করতে দেবে না ঠিক করে থাকে, তাহলে সেটা জানিয়ে দিক। আমি আমার গ্যাঁটের টাকা থেকেই দেব। ৩ কোটি টাকা দেওয়ার সেই ক্ষমতা আমার আছে।'

প্রসঙ্গত, এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ প্রদর্শনীর সময় শুভেন্দু বলেন, 'আপনার একমাত্র সেফ সিট মেটিয়াবুরুজ। তাও যদি নওশাদ দয়া করে। নওশাদ যেমন সেটিং করে ডায়মন্ডহারবার থেকে পালিয়েছিল।'

Advertisement

POST A COMMENT
Advertisement