ভাড়া বাড়ি থেকে রাতারাতি উধাও ৫০-৬০ 'বাংলাদেশি' ভাড়াটে, শোরগোল তারকেশ্বরে, ভাইরাল

প্রায় ৫০ থেকে ৬০ জন ভাড়াটে তারকেশ্বরের এক বাড়ি থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছে বলে অভিযোগ। এরা সকলেরই বাংলাদেশি ছিল বলে দাবি BJP-র। ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। কী বক্তব্য রাজ্যের শাসকদলের?

Advertisement
ভাড়া বাড়ি থেকে রাতারাতি উধাও ৫০-৬০ 'বাংলাদেশি' ভাড়াটে, শোরগোল তারকেশ্বরে, ভাইরাল তারকেশ্বরের ভাড়া বাড়ি
হাইলাইটস
  • তারকেশ্বরের এক বাড়ি থেকে রাতারাতি উধাও হয়ে গিয়েছে ৫০-৬০ জন
  • সকলেই বাংলাদেশি ছিল বলে দাবি BJP-র
  • কী বক্তব্য রাজ্যের শাসকদলের?

SIR শুরু হতেই একটি অদ্ভূত কাণ্ড ঘটল হুগলির তারকেশ্বরে। একটি ভাড়া বাড়ি থেকে রাতারাতি উধাও হয়ে গেল ৫০ থেকে ৬০ জন ভাড়াটে। প্রায় দু'মাস কেটে গেলেও কারও খোঁজ মিলছে না। তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেটি শেয়ার করেছেন BJP-র আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি গণেশ চক্রবর্তী। তাঁর অভিযোগ, ওই বাড়িটিতে বাংলাদেশিদের বাস ছিল। SIR আবহে এলাকা ছেড়ে চলে গিয়েছেন তাঁরা সকলেই। ফেরিওয়ালার কাজ করতেন এলাকায় ঘুরে ঘরে। বর্তমানে তাঁদের কারওই আর হদিশ নেই। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in. 

তবে ভাইরাল ভিডিওটি ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষের দাবি, তারা SIR সমর্থন করেন কিন্তু একটি বিশেষ রাজনৈতিক দল এই এলাকাকে বদনাম করছে এবং এলাকায় অশান্তি তৈরি করার চেষ্টা করছে। আবার স্থানীয় ISF নেতা বাবু মিদ্দা বলেন, 'ঘটনা সত্যি হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হোক কিন্তু মিথ্যে হলে BJP-কে জবাব দিতে হবে।' একইসঙ্গে শাসকদলকে নিশানা করে ISF-এর দাবি, মিথ্যা অপপ্রচারে প্রশয় দিচ্ছে তৃণমূল। 

এদিকে, স্থানীয় তৃণমূল নেতা তথা চাঁপাডাঙা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান লাল্টু চট্টোপাধ্যায় বলেন, ' BJP-র কাজ মিথ্যে অপপ্রচার করা। দলীয় ভাবে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

অন্যদিকে বাড়ির মালিক শেখ জহিরের দাবি, তাঁর বাড়ি এক বছর ধরে ফাঁকা অবস্থায় পড়ে আছে। কোনও বাংলাদেশিকে ভাড়া দেওয়া হয়নি। অপপ্রচার করে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদিও সোশ্যাল মিডিয়ায় এই বাড়ির ভিডিও ভাইরাল হতেই আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে চাঁপাডাঙার মল্লিক পাড়ার এই বাড়িটি।

রিপোর্টার: রাহি হালদার

 

POST A COMMENT
Advertisement