তারাপীঠ মন্দির।মা তারার দর্শন পেতে তারাপীঠ যাচ্ছেন? এই পোশাক পরে এলে কিন্তু মন্দিরে প্রবেশ করতে পারবেন না। তারপীঠ মন্দিরে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
সাধক বামাক্ষ্যাপার তীর্থভূমি পূণ্যভূমি বীরভূমের তারাপীঠ। তারা মা তারাপীঠের আদি দেবী, ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরে কোন মনস্কামনা নিয়ে পুজো করলে তাঁদের সেই মনষ্কামনা পূর্ণ হয়। অসাধ্য সাধন হয় এই তারাপীঠ মন্দির এলে। তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত তারাপীঠ মহাশ্মশানে সাধু-সন্ন্যাসীরা ছুটে আসেন বিশেষ মনস্কামনা নিয়ে যজ্ঞ করতে।
শুধু তাই নয়, ভক্তরা মনে করেন তারাপীঠ মন্দিরের পাশে অবস্থিত দ্বারকা নদীতে স্নান করে মা তারার মন্দিরে পুজো দিলে, মা তারা সকলের মনের ইচ্ছা পূরণ করেন। আর সেই কারণেই প্রত্যেকদিন এই তারাপীঠ মন্দিরে ভক্ত সমাগম হয়। বিশেষ করে অমাবস্যা তিথি উপলক্ষে সেই সংখ্যাটা বেড়ে যায় আরও কয়েকগুণ। তবে এই তারাপীঠ মন্দিরের প্রবেশের ক্ষেত্রে চালু হয়েছে নতুন নিয়ম, তবে এটি একদমই নতুন নিয়ম সেটা কিন্তু বলা যায় না।কারণ অনেকদিন থেকেই এই নিয়ম চালু ছিল কিন্তু সেই ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়নি মন্দির কমিটির তরফ থেকে।
কিন্তু এবার কঠোরভাবে সেই নিয়ম চালু করা হল। মন্দিরের প্রবেশ করতে গেলে আপনি স্বল্প পোশাক পর এলে মন্দিরের ভিতর প্রবেশ করতে পারবেন না। শুধু তাই নয়, কোনও গামছা অথবা লুঙি ও বারমুডা পরিধান করে মন্দিরের ভিতর প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তারাপীঠ মন্দিরের সেবায়েতরা বলছেন, মন্দির একটি পবিত্র জায়গা আর সেই কারণেই এই নিয়ম চালু করা হয়েছিল মন্দির কমিটির তরফ থেকে। তবে কঠোরভাবে মন্দিরের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার মন্দিরে ঢোকার মুহূর্তে পোস্টার টাঙিয়ে সেই নিষেধাজ্ঞা সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও পৌষ মাসের ১ তারিখ থেকে আরও বেশ কয়েকটি নিয়ম জারি করেছে মন্দির কমিটি। যেমন, নিজের মোবাইল ফোন নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। মন্দিরের মধ্যে মোতায়েন নির্দিষ্ট নিরাপত্তা রক্ষীর হাতে মোবাইল ফোন দিয়ে তারপরেই গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। তাই এবার তারাপীঠ মন্দির পুজো দিতে গেলে এই সমস্ত বিষয়ে জেনে তারপরেই যাবেন।
সংবাদদাতা- শান্তনু হাজরা