scorecardresearch
 

'দিদি বললেন চাকরি দিয়ে দেব, তোমরা শুনলে না', নির্মলের মন্তব্যে তোলপাড়

রবিবার তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারীদের সভায় যোগ দেন নির্মল মাজি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "দিদি বললেন, তোমাদের চাকরি দিয়ে দেব। তোমরা শুনলে না। বামপন্থী প্রাক্তন মেয়র, নাম বলছি না, কথায় কথায় কেস দিচ্ছেন, বিজেপি জোগান দিচ্ছে।...যদি দিদির উপর ছেড়ে দিত, সরকারের উপর ছেড়ে দিত অনেক আগে হয়ে যেত। এখন বিচারবিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছি। আমাদের কিছু করার নেই।" 

Advertisement
নির্মল মাজি নির্মল মাজি
হাইলাইটস
  • চাকরি-আন্দোলন নিয়ে নির্মল মাজির মন্তব্য
  • পাল্টা সমালোচনায় সরব বিরোধীরা

"আদালতে না গিয়ে চাকরিপ্রার্থীরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলেই সমস্যা মিটে যেত", এমনটাই মন্তব্য করতে শোনা গেল তৃণমূল বিধায়ক নির্মল মাজিকে। এমনকী আদালতের মামলা নিয়ে নাম না করে কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং বিজেপিকেও নিশানা করেন তিনি। 

রবিবার তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারীদের সভায় যোগ দেন নির্মল মাজি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "দিদি বললেন, তোমাদের চাকরি দিয়ে দেব। তোমরা শুনলে না। বামপন্থী প্রাক্তন মেয়র, নাম বলছি না, কথায় কথায় কেস দিচ্ছেন, বিজেপি জোগান দিচ্ছে।...যদি দিদির উপর ছেড়ে দিত, সরকারের উপর ছেড়ে দিত অনেক আগে হয়ে যেত। এখন বিচারবিভাগের নির্দেশের অপেক্ষায় রয়েছি। আমাদের কিছু করার নেই।" 

বিকাশরঞ্জন ভট্টাচার্যের প্রতিক্রিয়া

নির্মল মাজির এই মন্তব্যে ফের একবার সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। এক সংবাদমাধ্যমে বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "নির্মল মাজি নামটির সঙ্গেই দুর্নীতিগ্রস্ত কথাটি এক হয়ে গিয়েছে। নির্মল মাজি মানেই দুর্নীতিগ্রস্ত, তৃণমূল মানেই দুর্নীতিগ্রস্ত।" বিকাশবাবুর দাবি, তৃণমূল বিধায়ক কী ভাবে তাঁর ছেলে, মেয়ে এবং পুত্রবধূকে মেডিক্যাল কলেজে চাকরি ও সুবিধাজনক পোস্টিং দিয়েছেন সে ব্যাপারে সমস্ত তথ্য তাঁর কাছে রয়েছে। প্রয়োজন মতো সেই সব নিয়ে নাড়াচাড়া করবেন।  

বিজেপি কী বলল?

কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপিও। এক সংবাদমাধ্যমে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, "নির্মল মাজি এক জন উচ্চমার্গের সাধক। ওঁর মধ্যে একটি নির্দিষ্ট আধ্যাত্মিক ও মহাজাগতিক চিন্তাভাবনা ওঁর রয়েছে। মা সারদাকে দেখতে পান, উনি বিবেকানন্দকে দেখতে পান। ওঁর কর্মকাণ্ড চিকিৎসাজগৎকে, চিকিৎসকদের আপ্লুত করে রেখেছে।" প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্যে। নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চলছে চাকরিপ্রার্থীদের। ইতিমধ্যে গ্রেফতারও হয়েছেন বেশ কয়েকজন। তারই মাঝে নির্মল মাজির এহেন মন্তব্য নতুন করে আলোড়ন সৃষ্টি করল রাজ্য রাজনীতিতে। 

Advertisement

আরও পড়ুন - কলকাতায় আরও নামল তাপমাত্রা, বৃষ্টির পূর্বাভাস ২ জেলায়

 

Advertisement