রাজ্যে ২০টি জাতীয় সড়ক প্রকল্পের কাজে জমি অধিগ্রহণের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি। জমি-জট কাটাতে মমতার কাছে আর্জি জানিয়েছেন গড়করি। এই নিয়ে চিঠি লিখেছেন তিনি। বুধবার এক আধিকারিককে উদ্ধৃত করে এ কথা জানিয়েছে সংবাদসংস্থা পিটিআই।
মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন যে, জমি অধিগ্রহণের সমস্যার কারণে প্রকল্পর কাজগুলি বিলম্বিত হচ্ছে। তিনি জানিয়েছেন, ৯টি প্রকল্প রয়েছে ডিপিআর পর্যায়ে (ডিটেলড প্রজেক্ট রিপোর্ট)। বাকি ১১টি প্রকল্প বিভিন্ন পর্যায়ে রয়েছে। জমি অধিগ্রহণ, বন দফতরের ছাড়পত্র-সহ বিভিন্ন ক্ষেত্রে জেলা প্রশাসনের অনুমোদন আটকে রয়েছে। তার কারণেই প্রকল্পের কাজে দেরি হচ্ছে। প্রকল্পের কাজ যাতে মসৃণ ভাবে সম্পন্ন করা যায়, তার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠিতে আর্জি জানিয়েছেন গড়করি।
সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে যাতে মাসে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যসচিব, চিঠিতে সেই অনুরোধও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
জমি অধিগ্রহণে সমস্যার কারণে বাংলায় একাধিক রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে কয়েক দিন আগে দাবি করেছিল রেল মন্ত্রক। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছিস, রেল মন্ত্রকের তরফে জানানো হয় যে, বাংলায় বিভিন্ন রেল প্রকল্পের কাজের জন্য মোট ৩ হাজার ৪০ হেক্টর জমির প্রয়োজন। সেখানে মাত্র ৬৪০ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। যা মাত্র ২১ শতাংশ। এখনও বাকি ২৪০০ একর জমি। রাজ্য সরকার জমি অধিগ্রহণে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছে রেল। রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে যে, বিভিন্ন প্রকল্পের কাজের জন্য যে জমির প্রয়োজন হয়, তা অধিগ্রহণ করা হয় রাজ্য সরকারের মাধ্যমে। সেই জমি অধিগ্রহণের কাজই না এগোনোয় বাংলায় বিভিন্ন রেল প্রকল্পের কাজ থমকে রয়েছে বলে দাবি করা হয়েছে।