Cyclone Shakti: এবার ঘূর্ণিঝড় 'শক্তি' আসছে? দুর্যোগ নিয়ে যা জানাল IMD

মে মাস মানেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সময়। বিগত কয়েক বছর ধরেই এই প্রবণতার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। গত কয়েক বছরের মতো এ বারও কি মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হবে? এই নিয়ে অনেকেই সন্দিহান। এমন আবহে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে। আন্দামান সাগরে নাকি সাইক্লোন শক্তি তৈরি হচ্ছে, এমন খবর নিয়ে এবার মুখ খুলল মৌসম ভবন। 

Advertisement
এবার ঘূর্ণিঝড় 'শক্তি' আসছে? দুর্যোগ নিয়ে যা জানাল IMDঘূর্ণিঝড়ের প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • মে মাস মানেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সময়।
  • বিগত কয়েক বছর ধরেই এই প্রবণতার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ।
  • গত কয়েক বছরের মতো এ বারও কি মে মাসে ঘূর্ণিঝড় তৈরি হবে?

মে মাস মানেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সময়। বিগত কয়েক বছর ধরেই এই প্রবণতার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ। গত কয়েক বছরের মতো এ বারও কি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে? এই নিয়ে অনেকেই সন্দিহান। এমন আবহে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে জোর জল্পনা দানা বেঁধেছে। আন্দামান সাগরে নাকি সাইক্লোন শক্তি তৈরি হচ্ছে, এমন খবর নিয়ে এবার মুখ খুলল মৌসম ভবন। 

সত্যিই কি সাইক্লোন আসছে?

মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের কোনও পূর্বাভাস নেই। বিভিন্ন সংবাদমাধ্যমে এই নিয়ে ভুয়ো খবর প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। আন্দামান সাগরে কোনও শক্তি নামে কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আইএমডি-র তরফে স্পষ্ট বলা হয়েছে যে, আন্দাান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। কোনও ঘূর্ণিঝড় নেই। 

বাংলায় বৃষ্টির পূর্বাভাস 


হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ২০ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আজ থেকে ২০ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া।

অন্য দিকে, আজ ও আগামীকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অস্বস্তিকর গরম থাকতে পারে।  

কেমন থাকবে তাপমাত্রা?

আবহাওয়া দফতর জানিয়েছে,  গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ২ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি করে কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না।

POST A COMMENT
Advertisement