Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের নমিনেশনের শেষ তারিখ অপরিবর্তীত, কমিশনের সিদ্ধান্তেই সায় হাইকোর্টের

১৫ জুন পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেই তারিখই বহাল রাখল উচ্চ আদালত। এদিন হাইকোর্ট জানাল, আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন। মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তও কমিশনই নেবে। 

Advertisement
নমিনেশনের শেষ তারিখে বদল নয়, রায় হাইকোর্টেরকলকাতা হাইকোর্ট

পঞ্চায়েত ভোটে মনোনয়ন পত্র জমার সময়সীমা বাড়ল না। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায়দানে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল, রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালত। ১৫ জুন পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেই তারিখই বহাল রাখল উচ্চ আদালত। এদিন হাইকোর্ট জানাল, আইন অনুযায়ী পদক্ষেপ করবে কমিশন। মনোনয়ন পেশের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তও কমিশনই নেবে। 

বিরোধীদের বক্তব্য ছিল, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য অত্যন্ত কম সময় দেওয়া হয়। প্রতি কেন্দ্রে মনোনয়নের জন্য মাত্র ৩৯ সেকেন্ড দেওয়া হয়। এই সময়ের মধ্যে এত প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া সম্ভব হয় না। এর পাশাপাশি নির্বাচন ঘোষণা নিয়ে কোনও সর্বদল বৈঠক ডাকা হয়নি বলেও অভিযোগ তোলা হয়। বৈঠকে না ডেকে নির্বাচন ঘোষণা করা হয়েছে বলেও দাবি বিরোধীদের। তাঁদের বক্তব্য, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে অনেক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। তার পুনরাবৃত্তি যাতে না হয়।

রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৭৪ হাজার আসনে মনোনয়নপত্র পেশের জন্য ৬ দিন সময় দিয়েছে। 

এদিন হাইকোর্টে  কমিশন বলে, আদালত চাইলে তারা মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা ১ দিন বৃদ্ধি করতে পারে। সে ক্ষেত্রে ১৫ জুনের বদলে ১৬ জুন হতে পারে মনোনয়ন জমা করার শেষ দিন। শুনে প্রধান বিচারপতি বলেন, সে ক্ষেত্রে ভোটের দিনও পিছিয়ে ১৪ জুলাই করতে হবে। কিন্তু সেই প্রস্তাবে আপত্তি তুলে কমিশন পাল্টা বলে, তাদের হাত পা বাঁধা। ভোটের দিন এ ভাবে পিছিয়ে দেওয়া যায় না।

 

POST A COMMENT
Advertisement