North Bengal Weather: 'উত্তরবঙ্গে দোষ চাপানোর বলির পাঁঠা নেই', মমতাকে একযোগে নিশানা শুভেন্দু ও সেলিমের

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ধসের জেরে কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তারমধ্যেই রবিবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার রেডরোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ছড়িয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, 'সরকার চরম অসংবেদনশীলতার পরিচয় দিয়েছে।'

Advertisement
'উত্তরবঙ্গে দোষ চাপানোর বলির পাঁঠা নেই', মমতাকে একযোগে নিশানা শুভেন্দু ও সেলিমের  মমতাকে আক্রমণ বিরোধীদের।-কোলাজ
হাইলাইটস
  • উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ধসের জেরে কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে।
  • তারমধ্যেই রবিবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার রেডরোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি ও ধসের জেরে কমপক্ষে ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে। তারমধ্যেই রবিবার রাজ্য সরকারের উদ্যোগে কলকাতার রেডরোডে দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ছড়িয়েছে বিতর্ক। বিরোধীদের অভিযোগ, 'সরকার চরম অসংবেদনশীলতার পরিচয় দিয়েছে।'

কার্নিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেন, 'প্রায় ১০০টি পুজো কমিটির অংশগ্রহণে এই কার্নিভাল আয়োজিত হয়েছে। আমি যদি উপস্থিত না হই, তা অসম্মানজনক হত। তবে ক্ষতিগ্রস্তদের সাহায্যে আমরা সব প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। আমি নিজে সোমবার বিকেল ৩টের মধ্যে মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গে পৌঁছব।'

তবে তাঁর এই ব্যাখ্যা বিরোধী দলগুলির ক্ষোভ প্রশমিত করতে পারেনি। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেন, 'তাঁর কাছে কার্নিভাল আগে, বিপর্যয় পরে। এত প্রাণহানির পরও তিনি কলকাতায় উৎসব করছেন, এটা দুঃখজনক। মুখ্যমন্ত্রীর সবসময়ই অগ্রাধিকার বাছাইয়ের সমস্যা রয়েছে।' তিনি আরও অভিযোগ করেন, 'তিনি দার্জিলিং সফর স্থগিত করেছেন, কারণ এবার দোষ দেওয়ার মতো কোনও সংস্থা নেই। এবার কি বলবেন, ভুটান বা নেপালের জলেই বন্যা হয়েছে?'

সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু প্রশ্ন তোলেন, 'প্রশাসনিক চাপে পুজো কমিটিগুলির দেরি হওয়া বিসর্জন কীভাবে ঐতিহ্যে পরিণত হলো?'

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সরকারের সিদ্ধান্তকে 'চরম অসংবেদনশীলতা' বলে উল্লেখ করে বলেন, 'যখন উত্তরবঙ্গে মৃত্যু মিছিল চলছে, তখন কলকাতায় কার্নিভাল আয়োজন করা মানবিকতার পরিপন্থী।' তিনি জানান, সিপিএমের রেড ভলান্টিয়ার্স দল উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াবে।

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও ক্ষোভ প্রকাশ করে বলেন, 'উত্তরবঙ্গ সবসময় অবহেলিত। সেখানে বন্যায় মানুষ মারা যাচ্ছে, আর এখানে উৎসব হচ্ছে, এ দৃশ্য বেদনাদায়ক। মুখ্যমন্ত্রীর উচিত ছিল অবিলম্বে উত্তরবঙ্গে যাওয়া।' তিনি কেন্দ্রকেও দোষারোপ করে বলেন, 'দার্জিলিং বিপর্যয়কে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে কেন্দ্রের দেরি করছে।'

এদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে বলেন, 'মুখ্যমন্ত্রী দায়িত্বশীলভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি আগামীকালই উত্তরবঙ্গে যাচ্ছেন। বিরোধীদের উচিত রাজনীতি না করে দুর্গতদের সাহায্যে নামা।'
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement