North Bengal Weather Forecast Snowfall: দার্জিলিঙে বরফ পড়বে সপ্তাহান্তেই? হাড়হিম শীতে কাঁপছে পাহাড় থেকে সমতল

North Bengal Weather Forecast Snowfall: এদিন শিলিগুড়ি-জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় সকালে বৃষ্টির মতো হিম পড়েছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা কার্যত ঘন কুয়াশায় ঢেকে যায়।

Advertisement
দার্জিলিঙে বরফ পড়বে সপ্তাহান্তেই? হাড়হিম শীতে কাঁপছে পাহাড় থেকে সমতলহাড়হিম শীতে কাঁপছে পাহাড় থেকে সমতল, কালই ফের তুষারপাত দার্জলিঙে?

North Bengal Weather Forecast Snowfall: মাঘে ফিরেছে শীত। তাও আবার হাড়কাঁপানো শীত বলতে যা বোঝায় তাই।গত বৃহস্পতিবার সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা উত্তরবঙ্গের একাধিক জেলায়। শেষ মঙ্গলবার থেকে তাপমাত্রা লাফিয়ে নেমেছে। উত্তরবঙ্গের পাহাড় ও লাগোয়া জেলাগুলিতে রীতিমতো শীতে কাঁপছে এলাকা। শীতে কাঁপছে দার্জিলিং সহ পাহাড়ি এলাকা। তুষারপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিং পাহাড়ের উঁচু এলাকায়।

উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই ছিল ঘন কুয়াশার দাপট (fog)। সেই সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশা। এদিন শিলিগুড়ি-জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় সকালে বৃষ্টির মতো হিম পড়েছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা কার্যত ঘন কুয়াশায় ঢেকে যায়। শুক্রবার সকালেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

সপ্তাহান্তে বরফের চাদরে ঢাকতে পারে দার্জিলিং, হতে পারে বৃষ্টিও, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে সমতলের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বর্তমানে। হাওয়া অফিসের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্র ও শনিবার দার্জিলিংয়ে এক-দুটি জায়গায় তুষারপাত হতে পারে। হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাহাড়ে তুষারপাত হলে সমতলে আরও নামবে তাপমাত্রা।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং ও মালদা জেলায় এ সপ্তাহে আবহাওয়া জোলো ঠান্ডা থাকবে। জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার এক-দুটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এসপ্তাহে। তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

আজ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়ে ৭, কার্শিয়াংয়ে ৭, শিলিগুড়িতে ১০ ডিগ্রি। জলপাইগুড়ি, দুই দিনাজপুর, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। সান্দাকফুতে ২ ফালুটে ১ ডিগ্রি রয়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিনে ঠান্ডার প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

 

POST A COMMENT
Advertisement