North Bengal Weather Forecast: প্রবল শীতে কাঁপছে উত্তরবঙ্গ, কুয়াশা-বৃষ্টিতে মাঝপথে থমকাল টয় ট্রেন

North Bengal Weather Forecast Snowfall: ঘন কুয়াশা, সঙ্গে ঝিরঝিরি বৃষ্টির কারণে। রংটং স্টেশনের আগেই থমকে যায় টয়ট্রেনের চাকা। রেললাইন অস্বাভাবিক পিচ্ছিল থাকাতেই ট্রেনটি আর দার্জিলিংয়ে উঠতে পারেনি।

Advertisement
প্রবল শীতে কাঁপছে উত্তরবঙ্গ, কুয়াশা-বৃষ্টিতে মাঝপথে থমকাল টয় ট্রেনপ্রবল শীতে কাঁপুনি উত্তরবঙ্গে, কুয়াশা-বৃষ্টিতে মাঝপথে থমকে গেল টয়ট্রেন

North Bengal Weather Forecast: প্রবল শীতে কাঁপছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল প্রবল ঠান্ডায় জবুথবু। চার দিন পরে হালকা রোদের দেখা মিলেছে। তাতে কুয়াশা কেটে গেলেও রোদের তাপ গায়ে লাগেনি। বেলা পড়তেই ফের শীতের চাদরে মুড়ি দিয়েছে চারিদিক। এদিকে পাহাড়ে এদিনও রোদ ওঠেনি। প্রবল কুয়াশা আর ঝিরিঝিরি বৃষ্টিতে রেললাইন পিচ্ছিল হয়ে যাওয়ায় মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে টয়ট্রেনের যাত্রা। ঠান্ডায় থমকে গিয়েছে জনজীবন। 

গত বৃহস্পতিবার সকাল থেকেই জাঁকিয়ে ঠান্ডা ঘন কুয়াশার দাপট রাজ্যজুড়ে। রাজ্যের বেশকিছু জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এদিন উত্তরবঙ্গের (North Bengal Weather Update) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। শনিবার সকালেও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কুয়াশার দাপট বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা সাময়িকভাবে বাড়তে পারে উত্তরবঙ্গে। এরপর ২৬ জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টি বা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে।

ঘন কুয়াশা, সঙ্গে ঝিরঝিরি বৃষ্টির কারণে। রংটং স্টেশনের আগেই থমকে যায় টয়ট্রেনের চাকা। রেললাইন অস্বাভাবিক পিচ্ছিল থাকাতেই ট্রেনটি আর দার্জিলিংয়ে উঠতে পারেনি। যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার পাশাপাশি সড়কপথে শিলিগুড়িতে (Siliguri) ফিরিয়ে আনার ব্যবস্থা করে রেল। ডিএইচআর সূত্রে খবর, দার্জিলিং থেকে ছাড়া এনজেপিগামী টয়ট্রেনের ক্ষেত্রে অবশ্য এমন সমস্যা হয়নি। যন্ত্রের মাধ্যমে বালি ছিটিয়ে বৃষ্টিভেজা পথ ধরেই ট্রেনটি সমতলে নেমে আসে।

উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই ছিল ঘন কুয়াশার দাপট (fog)। সেই সঙ্গে পাল্লা দিয়ে কুয়াশা। এদিন শিলিগুড়ি-জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় সকালে বৃষ্টির মতো হিম পড়েছে। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলা কার্যত ঘন কুয়াশায় ঢেকে যায়। শুক্রবার সকালেও ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

Advertisement

সপ্তাহান্তে বরফের চাদরে ঢাকতে পারে দার্জিলিং, হতে পারে বৃষ্টিও, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে সমতলের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বর্তমানে। হাওয়া অফিসের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্র ও শনিবার দার্জিলিংয়ে এক-দুটি জায়গায় তুষারপাত হতে পারে। হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাহাড়ে তুষারপাত হলে সমতলে আরও নামবে তাপমাত্রা।

 

POST A COMMENT
Advertisement